পণ্য পরিবহণে আয় বাড়ল বাংলার দুই বন্দরের
টানা লকডাউনে অন্যান্য ব্যবসা সামগ্রিকভাবে মার খেলেও গত আর্থিক বছরে কলকাতা ও হলদিয়া বন্দরে পণ্য পরিবহণ ভালোই হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (এসএমপি) কর্তৃপক্ষ জানিয়েছে, ২০-২১ আর্থিক বছরে দু’টি বন্দর মিলিয়ে ৬ কোটি টনের কিছু বেশি পণ্য পরিবহণ হয়েছে। বন্দরের ইতিহাসে এর থেকে বেশি পরিমাণ পণ্য পরিবহণ আগে মাত্র দুবার হয়েছে। বন্দর কর্তৃপক্ষের আয়ও বেড়েছে। গত আর্থিক বছরে সব খরচ মিটিয়ে নিট লাভ হয়েছে ১০৪.০৮ কোটি টাকা। ১৯-২০ আর্থিক বছরে নিট লাভ ছিল ৮২ কোটি ৫৪ লক্ষ টাকা।
করোনা পরিস্থিতিতে অনলাইনে আর্থিক লেনদেনের উপর বন্দর কর্তৃপক্ষ জোর দিয়েছিলেন। কলকাতা ও হলদিয়া বন্দর মিলিয়ে ই-পেমেন্ট হয়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা। তবে হুগলি নদীর নাব্যতার জন্য বন্দর কর্তৃপক্ষ এবার কিছুটা সমস্যায় পড়ে। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নাব্যতা কম থাকে। এবার মার্চ মাস পর্যন্ত নাব্যতা কম ছিল। ফলতা শিপিং চ্যানেলে অতিরিক্ত পলি জমে যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়। নাব্যতা আরও ০.২-০.৩ মিটার কমে যায়। বিশেষ ড্রেজিং চালিয়ে ও বিকল্প চ্যানেলের ব্যবস্থা করে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বলে এসএমপি-র চেয়ারম্যান বিনিত কুমার জানিয়েছেন।