উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা হবে জুন মাসে, একাদশ শ্রেণীর সবাই উত্তীর্ণ – ঘোষণা মমতার
করোনা সতর্কতায় পিছিয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষা। বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একাদশ শ্রেণির সব পরীক্ষার্থীদের উত্তীর্ণ করে দেওয়া হবে। পাশাপাশি তিনি এও বলেন উচ্চমাধ্যমিকের যে যে পরীক্ষা বাকি রয়েছে তা জুন মাসে হবে। তবে কবে কোন পরীক্ষা হবে সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা বাকি রয়েছে।
অন্যদিকে করোনা সতর্কতায় আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। এই নির্দেশিকায় আগেই দিয়েছিল সরকার।
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘মাধ্যমিকের পরীক্ষা হয়ে গিয়েছে। খাতা দেখা চলছে। ফল প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের বাকি তিন পরীক্ষা জুন মাসে করা হবে। একাদশ শ্রেণির পড়ুয়াদের আমরা পাশ করিয়ে দিচ্ছি। কলেজে একটা করে সেমেস্টার এগিয়ে যাবে। শুধুমাত্র ফাইনাল সেমেস্টারের পরীক্ষা হবে।’