কলকাতা বিভাগে ফিরে যান

শেষ দুদফার নির্বাচনকে একসাথে করার দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

April 20, 2021 | < 1 min read


আরও একবার একাধিক দফার নির্বাচনকে একসাথে করার দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। আজ তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে একটি স্মারকলিপি দিয়ে এসেছে। এই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন, সাংসদ সুখেন্দু শেখর রায়, দোলা সেন, লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল এবং রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু।

তৃণমূলের তরফ থেকে সাংসদ প্রতিমা মন্ডল বলেন, ‘দেশের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই আমাদের নেত্রী এই প্রস্তাব দিয়েছেন। শেষ দুদফার নির্বাচন যাতে একসাথে করা যায়।’

প্রতিমা মন্ডল আরও বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ওষুধ, অক্সিজেনের আকাল হওয়া শুরু হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আক্রান্ত। সাংবাদিক, কেন্দ্রীয় বাহিনীরা আক্রান্ত। এই অবস্থায় নির্বাচনের সময়সীমা কমানোর পরামর্শ দিয়েছে উচ্চ আদালতও।’

এদিন প্রতিমা মন্ডল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের সময় কমিয়ে দিয়েছেন। আমরা আমাদের তরফ থেকে সাবধানতা অবলম্বনের চেষ্টা করছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Election Commission of India, #West Bengal Elections 2021, #West Bengal Polls

আরো দেখুন