উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা পরিস্থিতি ‘মোদি-মেড ডিজাস্টার’, বালুরঘাটে বললেন মমতা

April 21, 2021 | 3 min read

আজ মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ চাঁচল বিধানসভার তুলসীহাটায় তৃণমূল সুপ্রিমোর সভা রয়েছে। এবার এটাই মালদহে তাঁর প্রথম নির্বাচনী জনসভা। এদিনের সভা থেকে তিনি চাঁচলের প্রার্থী নীহাররঞ্জন ঘোষ এবং হরিশচন্দ্রপুরের প্রার্থী তাজমুল হোসেনের সমর্থনে প্রচার করবেন। পাশাপাশি, আজ তৃণমূল সুপ্রিমো বালুরঘাট ও হরিরামপুরে জনসভা করবেন। ২৬ এপ্রিল সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুর জেলার ছ’টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই মতো ২৩ তারিখ প্রচারের শেষদিন। তার আগে দলনেত্রীর সভা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

লাইভ আপডেট

১২:১৫: ভিক্ষে নয়, চাইছি ঋণ, জোড়া ফুলে ভোট দিন। বাংলাকে বাঁচাতে বিজেপিকে একটাও ভোট নয়।

১২:১২: আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রীষ্টান, আদিবাসী, তপশিলি সকলে একসাথে বসবাস করি। এটাই আমাদের মাধুর্য। সকলে ভাল থাকবেন।

১২:১০: খেলা হবে। তৃণমূলকে জেতাতে হবে। বিজেপিকে মাঠের বাইরে বের করে দিতে হবে।

১২:০৬: আমাদের সরকার এলে আগামীদিনে দুয়ারে দুয়ারে বিনা পয়সায় রেশন পৌঁছে দেওয়া হবে। কৃষকবন্ধুদের একর প্রতি ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা দেওয়া হবে। স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। মা-বোনেদের আমরা মাসে ৫০০ থেকে হাজার টাকা হাত খরচা দেবো। মায়েদের একটা লক্ষ্মীর ভান্ডার হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেওয়া হবে। এর ফলে মা বাবার ওপর চাপ হবে না। বছরে ৫ লক্ষ ছেলে-মেয়ের চাকরি হবে। ক্ষুদ্র শিল্পে দেড় কোটি চাকরি হবে।

১২:০৪: করোনা আক্রান্ত যারা ভোট নষ্ট করবেন না। সন্ধ্যা ৬টার পর আপনাদের ভোট দেওয়ার সময়। ভোট না দিলে কিন্তু NRC-NPR করে আপনাদের নাম দিয়ে দেবে। আমি NRC-NPR-CAA করতে দিইনি। আপনারা এ দেশের নাগরিক। নিশ্চিন্তে থাকুন। আমি আপনাদের সবচেয়ে বড় পাহারাদার।

১২:০৩: বহিরাগতরা গুন্ডামি করে বেড়াচ্ছে এবং করোনা ছড়াচ্ছে। ওরা বাড়িয়ে দিয়ে এবার প্রধানমন্ত্রী বলছে জনগণ দেখবে। এটা মোদী মেড ডিজাস্টার। সারাদেশে ওষুধ নেই, অক্সিজেন নেই, টিকা নেই। সব বিদেশে পাঠিয়ে দিয়েছে। আর দেশে হাহাকার। আমার কাজ বেড়ে গেছে। নির্বাচনের জন্য অনেক বাড়ি ছেড়ে দিতে হয়েছে বলে ‘সেফ হাউস’ কমে গেছে। চিন্তা করবেন না, আমরা সংখ্যা বাড়াচ্ছি।

১২:০২: বন্যা হলে আমি বালুরঘাটে আসতাম। সিপিএম আমলে ম্যান-মেড প্ল্যান হতো। এক হাঁটু জলে আমি আসতাম। আগেকার মতো এখন আর জল জমে?

১২:০০: বিজেপি মতুয়াদের কাছে গিয়ে বলে আমি এনআরসি করব। আর রাজবংশীদের কাছে গিয়ে বলে আমি এনআরসি করবো না। এক এক জায়গায় এক এক রকম কথা বলে। আমরা রাজবংশী ডেভলপমেন্ট বোর্ড, ভাষা অ্যাকাডেমি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি করেছি। বামফ্রন্ট, বিজেপি কিছু করেনি। উদ্বাস্তুদের আমরা নিঃশর্ত জমির অধিকার দিয়েছি। প্রত্যেকে এই দেশের নাগরিক। এই অধিকার আপনারা পাবেন।

১১:৫৯: বালুরঘাট শিল্প, সংস্কৃতি, সভ্যতার ভূমি। আজকে বিজেপি যেভাবে সভ্যতা সংস্কৃতি নষ্ট করছে, বাংলাকে অসম্মান করছে, বাংলা ভাষা কি অপমান করছে, তার বিরুদ্ধে এই নির্বাচন।

১১:৫৮: তৃণমূলকে ভোট দিলে তৃণমূল ক্ষমতায় আসবে। কিন্তু সিপিএম কে ভোট দিয়ে কি হবে? ওরাতো বিজেপির সাথে গিয়ে গলা মেলাবে। না ঘরকা, না ঘাটকা।

১১:৫৬: এই নির্বাচন বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন। বাংলা বাঁচানোর নির্বাচন। আবার নতুন করে কোভিড শুরু হয়েছে। কয়েক মাস আগে স্বাস্থ্যমন্ত্রী বললেন কোভিড চলে গেছে। তাহলে আবার হল কেন? সবাইকে আগেই টিকা দিলে না কেন? কোন‌ও পরিকল্পনা করলে না কেন? নির্বাচনের সময় বাইরে থেকে লোক নিয়ে এসে ছেড়ে দিয়েছে, যারা কোভিড ছড়াচ্ছে।

১১:৫৪: কাউকে জোর করে উচ্ছেদ করা যাবে না। আমরা করতে দেব না। আমাদের সরকার বেঙ্গল ইঞ্জিন। কাজের রেকর্ডে আমরা প্রথম। আপনাদের আমি ভালোবাসি। কুমারগঞ্জে ছাত্র আন্দোলনের সময় আমি পাশে দাঁড়িয়েছিলাম। এখানকার অনেক ইতিহাস আছে।

১১:৫৩: একলাখী–বালুরঘাট রেলপথ আমার করে দেওয়া। এখানে একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। বালুরঘাট শহরে নতুন সেতু তৈরি করা হয়েছে। রাস্তাঘাট তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হয়েছে। বালুরঘাট নদী উৎকর্ষ কেন্দ্র এবং নাট্য উৎকর্ষ কেন্দ্র করে দেওয়া হয়েছে।

১১:৫২: আমরা প্রতিটা জেলায় সুপারস্পেস্যালিটি হসপিটাল মেডিকেল কলেজ করেছি। হিল অঞ্চলের সাথে বালুরঘাটকে সংযুক্ত করা আছে। এতে অনেকে কর্মসংস্থান পেতে পারবে। বালুরঘাটে আমরা সাঁওতালি ভাষা নিয়ে গবেষণা কেন্দ্র গড়ব।

১১:৫০: শঙ্খ ঘোষের মৃত্যুতে আমরা শোক জ্ঞাপন করছি। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের সমবেদনা জানাচ্ছি। রাষ্ট্রীয় মর্যাদার সাথে তাঁর শেষকৃত্য যাতে সম্পন্ন হয়, আমি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি। উনি গান স্যালুট পছন্দ করতেন না, তাই সেটা হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #balurghat, #West Bengal Elections 2021

আরো দেখুন