উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কেন্দ্রের পর্বতপ্রমাণ ব্যর্থতার জন্যই ফিরে এসেছে করোনা: হরিরামপুরে মমতা

April 21, 2021 | 2 min read

আজ মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ চাঁচল বিধানসভার তুলসীহাটায় তৃণমূল সুপ্রিমোর সভা রয়েছে। এবার এটাই মালদহে তাঁর প্রথম নির্বাচনী জনসভা। এদিনের সভা থেকে তিনি চাঁচলের প্রার্থী নীহাররঞ্জন ঘোষ এবং হরিশচন্দ্রপুরের প্রার্থী তাজমুল হোসেনের সমর্থনে প্রচার করবেন। পাশাপাশি, আজ তৃণমূল সুপ্রিমো বালুরঘাট ও হরিরামপুরে জনসভা করবেন। ২৬ এপ্রিল সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুর জেলার ছ’টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই মতো ২৩ তারিখ প্রচারের শেষদিন। তার আগে দলনেত্রীর সভা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

লাইভ আপডেট

১.০১: করোনা ফিরে আসার পেছনে আছে কেন্দ্রীয় সরকারের পর্বত প্রমাণ ব্যর্থতা।

১:০০: ভোটের সময় মেশিন চেক করবেন ভালো করে। মেশিন খারাপ হলে অপেক্ষা করবেন, ভোট দিয়ে বাড়ি যাবেন। ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়। যারা করোনা আক্রান্ত তারা ৬ টার পর ভোট দেবেন না।

১২.৫৯: আমাদের সরকার তৈরি হলে অসমের মতো এনআরসি এনপিআর করব না। দেখব কারোর নাম যাতে বাদ না যায়। আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকব।

১২.৫৮: এখানে অনেক রাজবংশী মানুষ আছেন। আমরা রাজবংশী একাডেমী করেছি পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় করেছি। রাজ্য পুলিশের নারায়ণী ব্যাটালিয়ন করেছি।

১২.৫৬: এটা মানুষের সরকার, বেঙ্গল ইঞ্জিন। দিল্লির সরকারকে জব্দ করতে হবে।

১২.৫৪: গ্যাসের দাম হাজার টাকা। আমি বিনা পয়সার চাল দেব আর হাজার টাকার গ্যাসে ফোটাবেন? কোথায় গেলে উজ্জ্বলা? কোথায় গেল বিনা পয়সার গ্যাস?

১২.৫২: বিজেপি আপনাদের ভোট নিতে করোনা দিয়ে গেছে। লকডাউন করে দিচ্ছে, নোটবন্দি করে দিচ্ছে, রেল বন্ধ করে দিচ্ছে।BSNL বন্ধ করে দিচ্ছে। সিভিল এভিয়েশন বন্ধ করে দিচ্ছে। আরও ১০ কোটি বেকার দেবে।

১২.৫০: এই নির্বাচন বাংলাতে বাঁচানোর নির্বাচন। বাংলার সংস্কৃতি, সন্মান বাঁচানোর নির্বাচন। বাংলাকে এনআরসির হাত থেকে বাঁচানোর নির্বাচন। বাংলাকে গুজরাট হতে দেবেন না।

১২.৪৮: কৃষকদের মিউটেশনের খরচা দিতে হয় না, খাজনা দিতে হয় না। একর প্রতি ৬,০০০ টাকা বাড়িয়ে ১০,০০০ টাকা করা হবে। প্রত্যেক চাষীদের তিন হাজার টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হবে । যদি এনআরসি এনপিআর না চান, ভোটটা তৃণমূলকে দেবেন। আমি এনআরসি করতে দিইনি, এনপিআর করতে দিইনি।

১২.৪৬: ছাত্র-ছাত্রীরা ১০,০০০ টাকা পাচ্ছে স্মার্টফোনের জন্য। এবার যাতে উচ্চশিক্ষায় অসুবিধা না হয়, ঘরবাড়ি বন্ধক রাখতে না হয় তার জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেব, সরকার জামিন থাকবে।

১২.৪৪: আমরা বিনা পয়সায় বিনা পয়সায় রেশন চালিয়ে দেব, বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেব। স্বাস্থ্য সাথী কার্ড মা-বোনেদের নামে করা, ৫ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে পাবেন। আমরা সমস্ত বিধবাদের ভাতা দেওয়া শুরু করব। মা-বোনেদের ৫০০ থেকে ১০০০ টাকা প্রতি মাসে হাতখরচ দেওয়ার ব্যবস্থা করব।

১২.৪২: করোনা চলে গিয়েছিল কিন্তু মোদী সরকারের অযোগ্যতা এবং অবহেলার জন্য করোনা ফিরে এসেছে।

১২.৪০: হরিরামপুর বালুরঘাট ঘিরে অনেক কাজ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ করে দেওয়া হবে। এখন করোনার মধ্যে নির্বাচন চলছে। আমরা বলেছিলাম একসঙ্গে নির্বাচন করে দিতে নির্বাচন কমিশন কথা শোনেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Elections 2021, #harirampur, #Mamata Banerjee

আরো দেখুন