উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মোদির বিরুদ্ধে রয়্যাল বেঙ্গল টাইগারের মত লড়ব: চাঁচলে মমতা

April 21, 2021 | 3 min read

আজ মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ চাঁচল বিধানসভার তুলসীহাটায় তৃণমূল সুপ্রিমোর সভা রয়েছে। এবার এটাই মালদহে তাঁর প্রথম নির্বাচনী জনসভা। এদিনের সভা থেকে তিনি চাঁচলের প্রার্থী নীহাররঞ্জন ঘোষ এবং হরিশচন্দ্রপুরের প্রার্থী তাজমুল হোসেনের সমর্থনে প্রচার করবেন। পাশাপাশি, আজ তৃণমূল সুপ্রিমো বালুরঘাট ও হরিরামপুরে জনসভা করবেন। ২৬ এপ্রিল সপ্তম দফায় দক্ষিণ দিনাজপুর জেলার ছ’টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেই মতো ২৩ তারিখ প্রচারের শেষদিন। তার আগে দলনেত্রীর সভা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

লাইভ আপডেট

১.৫৩ঃ এইবারের করোনা সংক্রমণের জন্যে দায়ী প্রধানমন্ত্রী। বিদেশে ৬৪% ওষুধ পাঠিয়েছে। দেশে নেই ওষুধ। ওষুধ তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে। নোট বন্দি করে কোটি কোটি টাকা কামিয়েছে। এখন ভোট কিনতে টাকা দিচ্ছে। টাকা দিলে নিয়ে বিজেপিকে ভোট দেবেন না। আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই আপনাদের রক্ষা করার ক্ষমতা আছে। এনপিআর, এনআরসি আটকানোর ক্ষমতা আছে।

১.৫০ঃ খেলা মানে রাজনৈতি খেলা। মানে বিজেপিকে হারানো। আজকের মাঠের মানুষগুলো যদি একটা করে ভোট দেন তাহলেই বিজেপি পগারপার।

১.৪৮ঃ বাংলা সভ্যতা, সংস্কৃতির পীঠস্থান। নজরুলে জায়গায় গিয়ে অনুষ্ঠান করছেন প্রধানমন্ত্রী এদিকে নজরুলের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। নজরুল সাম্প্রদায়িক ছিলেন না। রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত ভারত, বাংলাদেশ দুই দেশের।

১.৪৭ঃ ভোট না দিয়ে কেউ পালিয়ে যাবেন না। শীতলকুচির বুলেটের বদলা ব্যালটে চাই। শীতলকুচিতে আমি গেছিলাম পরিবারের কাছে। খুব দুঃখজনক বিষয়। এই অত্যাচারের তদন্ত হবে।

১.৪৪ঃ যে সরকার আপনার নাগরিক অধিকার, সম্প্রীতি, ধর্মকে সুরক্ষিত রাখবে, তা হল তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদী সবাইকে ধমকে চমকে রেখেছে। আমাকে ধমকালে আমি গর্জাই। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ। বাংলাকে গুজরাট হতে দেব না। সঠিক জায়গায় ভোট দিলেই সঠিক মূল্যায়ন হবে। তৃণমূল কংগ্রেস দাঙ্গা চায় না, শান্তি চাই।

১.৪৩ঃ ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হবে মাতৃ বন্দনা প্রকল্পে। ২৫ হাজার কোটি টাকা  দেব। ইলেকশান দিতে সবাই মাস্ক পরে যাবেন। সবাই ভোট অবশ্যই দেবেন। ভোটার লিস্টে শুধু নামটা রাখবেন আমি এনপিআর, এনআরসি করতে দেব না।

১.৪২ঃ মালদার আম, ড্রাগন ফল উৎপাদনের জন্যে অনেক কাজ হচ্ছে। গঙ্গা ভাঙন রোধের জন্যে কেন্দ্রীয় সরকার কিছু করেনি। আমরা কাজ করেছি। কাউকে উচ্ছেদ করা হবে না। সবাইকে জমির দলিল দেব।

১.৪০ঃ শস্যবীমা আমরা বিনে পয়সায় দিই। আগামী দিনে কৃষকরা বছরে ১০০০০ টাকা করে পাবেন। প্রান্তিক চাষীরা ৫০০০ টাকা করে পাবেন। ছাত্র ছাত্রীদের ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেব। গ্যারেন্টর থাকবে রাজ্য সরকার।

১.৩৯ঃ আগামী দিনে দুয়ারে দুয়ারে রেশন পেতে গেলে তৃণমূলকে ভোট দিন। ১৮ বছরের পর সব বিধবাদের আমরা মাসে মাসে বিধবা ভাতা দেব। মা বোনেদের হাতে ৫০০- ১০০০ টাকা করে দেব। এই টাকা দিয়ে আপনারা দুর্গা পুজো, রমজানে খরচা করতে পারবেন।

১.৩৮ঃ এটা স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, বাবা সাহেব আম্বেদকারের দেশ। আমরা আপনাদের ভোট না পেলেও কখনও ভেদাভেদ করিনি।

১.৩৭ঃ আমরা মালদাকে ঢেলে সাজিয়ে দেব। এখানে পৌরসভা করে দেব। কংগ্রেস ভোট নিয়ে যায় কোন কাজ করে না। বিজেপি, সিপিএম, কংগ্রেস তিন ভাই। আর এক দল এসে বিজেপির মতো সাম্প্রদায়িকতা শুরু করেছে।

১.৩৫ঃ বিজেপি সরকার ১০০০ টাকা গ্যাসের দাম করেছে। আমার দেওয়া বিনে পয়সায় চাল আপনি হাজার টাকার গ্যাসে ফোটাবেন? আমরা ছাত্রদের স্কুল ব্যাগ, জুতো, ড্রেস, সাইকেল, ট্যাব সব দিচ্ছি। বিনা পয়সায় খাদ্য, পানীয়, শিক্ষা সব দিচ্ছি।

১.৩৪ঃ যদি বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড চান তাহলে তৃণমূলকে ভোট দিন। ওই কার্ডে আপনারা ৫ লক্ষ টাকা চিকিৎসা করতে পারবেন। মেয়েদের নামে হয়েছে এই কার্ড।

১.৩২ঃ মালদা- মুর্শিদাবাদ এবার নতুন পথ দেখান। নতুন আলোর দিশা দেখান। আপনারা আমাদের ভোট না দিলে আমাদের সরকার কী করে তৈরি হবে? কাজ কী করে হবে? বিজেপিকে হটাতে তৃণমূলকেই ভোট দিতে হবে। যদি এনপিআর, এনআরসি না চান, তাহলে একজোটে তৃণমূলকে ভোট দিন।

১.২৭ঃ আমাদের সময় চাঁচল হরিশচন্দ্রপুরে অনেক কাজ হয়েছে। মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হয়েছে। মালদার আম বিখ্যাত। গৌড়, আদিনা মসজিদ । মালদায় অনেক উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। হরিশচন্দ্রপুর, বড়দুয়ারি লিঙ্করোড সহ বহু রাস্তা হয়েছে। আমরা মালদার আমের রপ্তানির জন্যে হট ওয়াটার প্ল্যান্ট তৈরি হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Elections 2021, #chachol

আরো দেখুন