দেশ বিভাগে ফিরে যান

কোভিশিল্ডের দাম বেঁধে দিল সেরাম ইনস্টিটিউট

April 21, 2021 | < 1 min read

কোভিশিল্ড (Covishield) টিকার দাম বেঁধে দিল সেরাম ইনস্টিটিউট (Serum Institute)। রাজ্য সরকারি হাসপাতালকে এই টিকা সরবরাহ করা হবে ৫০০ টাকা প্রতি ডোজের হারে। বেসরকারি ক্ষেত্রে জন্য দাম ধার্য করা হয়েছে ৬০০ টাকা প্রতি ডোজ। যদিও, কেন্দ্র সরকারকে সেরাম ইনস্টিটিউট ১৫০ টাকা প্রতি ডোজের মূল্যেই টিকা অরবরাহ করবে।

উল্লেখ্য, আগামী পয়লা মে থেকে দেশজুড়ে ১৮ বছরের ঊর্ধে সকলেই করোনা টিকা নিতে পারবেন। রাজ্য সরকারকেও কেন্দ্রের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে সরাসরি টিকা কেনার। এমনকি, টিকা প্রস্তুতকারী সংস্থাকে ৫০% টিকা খোলা বাজারে বিক্রি করার অনুমতিও দিয়েছে কেন্দ্র। যদিও, দেশজুড়ে টিকার যোগান না থাকায় অধিকাংশ টিকাকরণ কেন্দ্রে খালি হাতেই ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিস্তারিত আসছে….

TwitterFacebookWhatsAppEmailShare

#Covishield, #serum institute of india

আরো দেখুন