উনি বাংলার গর্ব, কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোকজ্ঞাপন মমতার
করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। বাংলা সাহিত্য জগতের এই ইন্দ্রপতনে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। শোকবার্তায় তিনি লিখেছেন, ‘বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় নিজ বাসভবনে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৯ বছর। শঙ্খবাবু যাদবপুর, দিল্লী ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ওকাম্পোর রবীন্দ্রনাথ, ধূম লেগেছে হৃদকমলে, এ আমির আবরণ। জ্ঞানপীঠ, পদ্মভূষণ, দেশিকোত্তম, সাহিত্য অ্যাকাদেমি, রবীন্দ্র স্মৃতি পুরস্কার সহ অজস্র সম্মানে তিনি ভূষিত হয়েছেন। শঙ্খবাবুর সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত শঙ্খ ঘোষের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
এমনকী এদিন বালুরঘাটে নির্বাচনী প্রচারে গিয়ে মঞ্চ থেকেই প্রয়াত কবি শঙ্খ ঘোষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তিনি। মঞ্চে মমতা বলেন, ‘আমরা মর্মাহত, দুঃখিত। শঙ্খদার মৃত্যুতে সকলে শোকজ্ঞাপন করছি।’ একইসঙ্গে রাষ্ট্রীয় সম্মানে তাঁর শেষকৃত্য করা হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে ইতিমধ্যেই মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কবির পরিবার সূত্রে খবর গত ১২ তারিখ থেকেই অসুস্থ ছিলেন তিনি। ১৪ তারিখ তাঁর করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্টে পজেটিভ আসে। তারপর থেকেই হোম আইসোলেশানে ছিলেন তিনি। তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি বলেই তাঁকে বাড়িতে রাখা হয়। তবে ক্রমাগতই শরীরে কমছিল অক্সিজেনের মাত্রা। অবশেষে এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।