উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ভোট মিটতেই কোভিড মোকাবিলায় ঝাঁপাল দার্জিলিং, জলপাইগুড়ি জেলা প্রশাসন

April 22, 2021 | 2 min read

ভোটগ্রহণ পর্ব মিটতেই কোভিড মোকাবিলায় ঝাঁপাল দার্জিলিং (Darjeeling) ও জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা। প্রশাসন সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (North Bengal Medical College) হাসপাতাল সহ দুই জেলার বিভিন্ন হাসপাতালে বাড়বে ২৮০টি বেড। পাশাপাশি ১৩টি সেফ হোমে ব্যবস্থা করা হবে আরও ৬৫০টি বেডের। সবমিলিয়ে দুই জেলায় নতুন করে প্রায় ৯৩০টি বেডের ব্যবস্থা করা হবে। বুধবার শিলিগুড়িতে দুই জেলার প্রশাসনের আধিকারিকরা বৈঠক করে এমন উদ্যোগ নেন। একইসঙ্গে বৈঠকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন চালুর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। 

প্রশাসনের আধিকারিকরা বলেন, কোভিড (Covid) মোকাবিলার পরিকাঠামো নিয়ে বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বেড সংখ্যা বাড়ানো, সেফ হোম চালু করা, বাসিন্দাদের সচেতন করা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। 

ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে বিধানসভা ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই সময় থেকে দার্জিলিং ও জলপাইগুড়ির জেলা প্রশাসন ভোট নিয়ে চরম ব্যস্ত ছিল। ১৭ এপ্রিল ভোটগ্রহণ পর্ব মিটতেই কোভিড মোকাবিলা নিয়ে তৎপর হয়ে উঠেছে দুই জেলার প্রশাসন। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের হলঘরে দুই জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা বৈঠক করেন। বৈঠকে দার্জিলিং ও কালিম্পং জেলার কোভিড মোকাবিলার নোডাল অফিসার সুরেন্দ্র গুপ্তা, জলপাইগুড়ি জেলার কোভিড মোকাবিলার নোডাল অফিসার সুব্রত গুপ্ত, দার্জিলিংয়ের জেলাশাসক শশাঙ্খ শেঠি, জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু সহ স্বাস্থ্যদপ্তরের এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকে কোভিড মোকাবিলার পরিকাঠামো নিয়ে খুটিয়ে খুটিয়ে আলোচনা করা হয় বলে জানা গিয়েছে। 

পরে দার্জিলিংয়ের জেলাশাসক বলেন, কোভিড টেস্ট, ভ্যাকসিনের সংখ্যা, হাসপাতালের পরিকাঠামো প্রভৃতি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ব্লকে বেড সংখ্যা ১১০টি। আরও ৯০টি বেড বাড়িয়ে তা করা হবে ২০০টি। ত্রিবেণী কোভিড হাসপাতালের বেড সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ১৮০টি করা হবে। প্রশাসনের এক আধিকারিক বলেন, জেলার সমতল ও পাহাড়ে ছ’টি সেফ হোম রয়েছে। সেগুলিতে ৫০টি করে প্রায় ৬০০টি বেডের ব্যবস্থা করা হচ্ছে। জলপাইগুড়ির জেলাশাসক বলেন, বর্তমানে বিশ্ববাংলা কোভিড হাসপাতালে বেড সংখ্যা ২৫০টি। আরও ১০০টি বেড বাড়িয়ে এখানে বেড সংখ্যা করা হবে ৩৫০টি। চা বাগান এলাকা মেটেলি আইটিআইয়ে ৬০ বেডের কোভিড হাসপাতাল করা হবে। ইতিমধ্যে সাতটি সেফ হোম চিহ্নিত করা হয়েছে। প্রতিটিতে ৫০টি করে প্রায় ৩৫০টি বেডের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে সংক্রমণের চেন ভাঙতে ছোট ছোট কন্টেইনমেন্ট জোন চালুর ভাবনাচিন্তা রয়েছে। বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনও নির্দেশিকা রাজ্য সরকারের কাছ থেকে আসেনি। নির্দেশ এলে সেই মতো পদক্ষেপ নেওয়া হবে। 

এছাড়া কোভিড মোকাবিলায় বেসরকারি হাসপাতালেও বেড সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দুই জেলার প্রশাসনের আধিকারিকরা বলেন, বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসায় যে সংখ্যক বেড রয়েছে, তার ২৫ শতাংশ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। শীঘ্রই এ ব্যাপারে নার্সিংহোমগুলির সঙ্গে বৈঠক করা হবে। তাদের মতামত সংগ্রহ করার পর রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। পাশাপাশি কোভিড নিয়ে বাসিন্দাদের সচেতন করতে প্রচারে আরও জোর দেওয়া হবে।       

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #Corona, #jalpaiguri

আরো দেখুন