দেশ বিভাগে ফিরে যান

অক্সিজেন সরবরাহ ও টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

April 22, 2021 | < 1 min read

দেশে সংক্রমণের ব্যাপক বৃদ্ধির মধ্যেই অক্সিজেন (Oxygen) সরবরাহ ও টিকাকরণের জন্য কেন্দ্রকে একটি নির্দিষ্ট ‘জাতীয় পরিকল্পনা’ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court Of India)। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রেও কেন্দ্রকে একটি নির্দিষ্ট পরিকল্পনা নিতে বলেছে দেশের শীর্ষ আদালত। এই বিষয়ে কেন্দ্রকে নোটিসও দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে দেশের শীর্ষ আদালত। শুক্রবার রয়েছে সেই মামলার শুনানি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা এই বিষয়ে একটি জাতীয় পরিকল্পনা দেখতে চাই। আমাদের প্রধান চারটে বিষয় জানার রয়েছে। সেগুলি হল, অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধের সরবরাহ, টিকাকরণের পদ্ধতি ও পরিকল্পনা। এই অবস্থা ‘জাতীয় জরুরি অবস্থার’ সমান। রাজ্যের সমস্যা নিয়ে পর্যালোচনার ক্ষেত্রেও নিজেদের হাতে ক্ষমতা রাখতে চাইছি আমরা।’’

বোবদে আরও বলেন, ‘‘ইতিমধ্যেই দিল্লি, বম্বে, সিকিম, মধ্যপ্রদেশ, কলকাতা ও ইলাহাবাদ হাইকোর্টে মামলা চলছে। বর্তমানে এটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাই সুপ্রিম কোর্টও এই ঘটনায় পদক্ষেপ করবে।’’

এর মধ্যেই অবশ্য কেন্দ্র জানিয়েছে, ২৪ এপ্রিল অর্থাৎ শনিবার থেকে ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণের জন্য নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Supreme Court of India, #oxygen, #COVID 19 Vaccination

আরো দেখুন