টলিউডে ফের করোনার ছায়া, আক্রান্ত কৌশিক ও রেশমি সেন

কৌশিকের মতে, তাঁর লেখা একটি নাটক অন্য দল মঞ্চস্থ করছিল। তারই কিছু সংশোধনে তিনি ওই দলকে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন। সম্ভবত সেখানেই কেউ অসুস্থতা লুকিয়ে অংশ নিয়েছিলেন। অভিনেতা মনে করছেন, প্রথমে আক্রান্ত হয়েছেন তিনি। তার পরে তাঁর স্ত্রী, রেশমি।

April 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বলিউডের পাশাপাশি টলিউডেও (Tollywood) ক্রমশ বড় হচ্ছে করোনার ছায়া। ইতিমধ্যেই একাধিক টেলি ও টলি তারকা আক্রান্ত এই ভাইরাসে। দু’দিন আগেই অভিনেতা জিৎ এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় করোনা (COVID 19) সংক্রমিত হন। সেই তালিকায় নতুন সংযোজন কৌশিক সেন এবং রেশমি সেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, একই সঙ্গে করোনায় আক্রান্ত এই তারকা দম্পতি।

অভিনেতা কৌশিক সেনের (Koushik Sen) কথায়, ‘‘১৪ এপ্রিল আমি, ১৮ এপ্রিল রেশমি করোনায় আক্রান্ত হই। যদিও আমাদের প্রথম দফার টিকাকরণ হয়ে গিয়েছে।’’ একই সঙ্গে তিনি ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। কৌশিক হতবাক, দেশের মানুষ নাজেহাল, তার পরেও নরেন্দ্র মোদী একের পর এক সভা করে যাচ্ছেন! নির্বাচনকে কেন্দ্র করে বুথের বাইরে হিংসা। তাঁর প্রশ্ন, ‘‘সাধারণ মানুষ কি বুঝতে চাইছেন না, জীবনের থেকে দামি আর কিছুই হতে পারে না?’’

কৌশিকের মতে, তাঁর লেখা একটি নাটক অন্য দল মঞ্চস্থ করছিল। তারই কিছু সংশোধনে তিনি ওই দলকে প্রশিক্ষণ দিতে গিয়েছিলেন। সম্ভবত সেখানেই কেউ অসুস্থতা লুকিয়ে অংশ নিয়েছিলেন। অভিনেতা মনে করছেন, প্রথমে আক্রান্ত হয়েছেন তিনি। তার পরে তাঁর স্ত্রী, রেশমি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen