গুজরাটে সরকারি হাসপাতালে ধর্মের ভিত্তিতে আইসোলেশনে করোনা রোগীরা
রোগেরও ধর্ম? ধর্মের ভাগ করে করোনা আক্রান্ত রোগীদের ওয়ার্ড ভাগ করা হয়েছে গুজরাতের একটি সরকারি হাসপাতালে। সেখানে হিন্দু এবং মুসলিমদের রোগীদের জন্য পৃথক ওয়ার্ড তৈরী করা হয়েছে। নির্দেশ মেনেই এই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার গুণবন্ত রাঠোর।
করোনা আক্রান্ত রোগীদের ধর্মের ভিত্তিতে ওয়ার্ড দেওয়ার অভিযোগ উঠেছে আহমেদাবাদের এক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের সুপার জানিয়েছেন, সাধারণত মহিলা এবং পুরুষ এই দুটি ভাগেই ওয়ার্ড ভাগ করা থাকে। কিন্তু করোনা আক্রান্ত রোগীদের জন্য হিন্দু এবং মুসলিম দুটি ভাগে ওয়ার্ড ভাগ করা হয়েছে। ১২০০ বেড রয়েছে হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে। করোনা সংক্রমণ সন্দেহে হাসপাতালে ভর্তি রয়েছে ১৮৬ জন। তাঁদের মধ্যে ১৫০ জন করোনা আক্রান্ত। তারমধ্যে আমার ৪০ জন রোগী মুসলিম।
উঁচু মহলের নির্দেশ মেনেই এই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সরকারের কাছ থেকেই এই নির্দেশ এসেছে বলে জানিয়েছেন তিনি। যদিও এই রকমের কোনও নির্দেশিকা সরকারের তরফে দেওয়া হয়নি বলে জানিয়েছেন গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী নীতীন পাটেল। আহমেদাবাদের কালেক্টর কেকে নিরালাও জানিয়েছেন এরকম কোনও সরকারি নির্দেশিকা জারি করা হয়নি।
করোনায় আক্রান্ত বিধায়ক গতকালই মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে বৈঠক করার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন গুজরাতের কংগ্রেস বিধায়ক ইমরান খান্ডওয়ালে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর সাংবাদিক বৈঠকও করেছিলেন তিনি। বিধায়কের সংস্পর্শে করা কারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করা হচ্ছে।