উচ্চ শিক্ষায় দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়

বিশ্বে কলকাতার স্থান ৩০১ থেকে ৪০০-এর মধ্যে।

April 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক যুক্ত হল। ২০২১ সালের টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশের সরকার ও সরকার পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষস্থান অধিকার করল এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি। এই তালিকায় দুই-তিনটি বেসরকারি প্রতিষ্ঠান থাকলেও কলকাতার আগে কোনও কেন্দ্রীয় বা প্রাদেশিক প্রতিষ্ঠান নেই। আর বিশ্বে কলকাতার স্থান ৩০১ থেকে ৪০০-এর মধ্যে।

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘ডিসেন্ট ওয়ার্ক এবং ইকনোমিক গ্রোথ’ বিভাগে গোটা বিশ্বের মধ্যে অষ্টাদশ স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের এই সাফল্যে উচ্ছ্বসিত অধ্যাপক, আধিকারিক এবং পড়ুয়ারা। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, এই সাফল্য প্রত্যেকের অবদানের ফল। আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen