তথ্য যাচাই বিভাগে ফিরে যান

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুঁয়ো ছবির প্রচার সোশ্যাল মিডিয়ায়

April 23, 2021 | < 1 min read

দাবি

সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক আলমারি ভর্তি টাকার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টাকা নিচ্ছেন। ছবিটির সাথে দাবি কর হচ্ছে এটি কালীঘাটের ফুটেজ।

সত্যতা

ছবিটি দেখলেই বোঝা যায় অন্য একটি ছবিতে ফটোশপ (Photoshop) করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বসানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং বাকি ছবির রেজোলিউশান এবং কন্ট্রাস্টের বিস্তর ফারাক। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি একটি অন্য ছবি থেকে কেটে বসানো হয়েছে। যা দেখলেই বোঝা যায় অপটু হাতের কাজ। কারণ ছবিটি এবড়ো খেবড়ো করে কাটা হয়েছে। মাথা এবং হাত দেখলেই তা স্পষ্ট বোঝা যায়।

কালীঘাটের ফুটেজ বলে চালানো এই ছবিটি সম্পূর্ণ ভুঁয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #Mamata Banerjee

আরো দেখুন