উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ভিন রাজ্যের পর্যটক এলে জানাতে হবে প্রশাসনকে, সিদ্ধান্ত আলিপুরদুয়ার প্রশাসনের

April 24, 2021 | 2 min read

কোভিড-১৯ ! (COVID19) বিধি কড়াভাবে মানতে শুক্রবার আলিপুরদুয়ারের (Alipurduar) বেসরকারি লজ, রিসর্ট ও হোম স্টে মালিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক সুরেন্দ্রনাথ মিনা। প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার (DoarsKanya) কনফারেন্স রুমে করোনা সংক্রান্ত বৈঠকটি হয়। বৈঠকে জেলা প্রশাসন কড়া নির্দেশ জারি করেছে ভিনরাজ্য বা বিদেশ থেকে কোনও পর্যটক এলাকায় এলে প্রথমেই যেন পর্যটন ব্যবসায়ীরা প্রশাসন, কাছের স্বাস্থ্যদপ্তর ও স্থানীয় থানাকে জানায়। প্রশাসন ও স্বাস্থ্যদপ্তর পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর ছাড়পত্র দিলে তবেই ওই পর্যটকরা লজে ঢুকতে পারবেন। 


এদিন জেলার ১৪টি পর্যটন সংস্থার প্রতিনিধিকে নিয়ে প্রশাসন এই বৈঠক করে। বৈঠকের পর জেলাশাসক বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। তাই রাজ্য সরকারের নির্দেশ মেনে বেশকিছু গাইড লাইন জেলার বেসরকারি পর্যটন ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে পর্যটকরা বেশিরভাগই বহিরাগত, তাই ঝুঁকি নেওয়া যাবে না। 
আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, আমরা এখনও করোনার প্রথম ধাক্কাই কাটিয়ে উঠতে পারিনি। তারউপর দ্বিতীয় ঢেউয়ে আমরা আরও উদ্বিগ্ন। পর্যটকদের পাশাপাশি আমাদের নিজেদের নিরাপত্তার বিষয়টিও ভাবাচ্ছে। কাজেই নিজেদের নিরাপত্তার তাগিদে আমরা প্রশাসনের গাইড লাইন মেনে চলব। 
চা ও কাঠের পরে পর্যটনই আলিপুরদুয়ারের অন্যতম অর্থনীতি। জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন ৪২টি, চিলাপাতায় ৩০টি, বক্সা ব্যাঘ্র প্রকল্পে ৫০টি, জেলা সদরে ২৫টি ও শালকুমারে ৫০টির মতো বেসরকারি লজ ও রিসর্ট আছে। এছাড়া জেলায় ৮৪টির মতো হোম স্টে আছে। 


এদিনের বৈঠকে জেলার পর্যটন ব্যবসায়ীদের প্রশাসনের তরফে বলা হয়েছে, ভিনরাজ্য বা বিদেশের কোনও পর্যটক এলে প্রথমেই তাঁদের কথা প্রশাসন, স্বাস্থ্যদপ্তর ও পুলিসকে জানাতে হবে। প্রশাসন খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তবেই ভিনরাজ্য বা বিদেশি পর্যটকদের লজে ঢোকার ছাড়পত্র মিলবে। 
প্রশাসনের নির্দেশ মতো জঙ্গলে বেড়ানোর পাশাপাশি লজের মধ্যেও পর্যটকদের সবসময় মাস্ক পরে থাকতে হবে। পর্যটকদের স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। দিনে দু’বার পর্যটকদের শরীরের তাপমাত্রা মাপতে হবে। লজের ডাইনিং রুমে আগের মতো একসঙ্গে বসে খাওয়া চলবে না। পর্যটকদের নিজের রুমে খেতে হবে। লজ মালিকদের এ জন্য ফয়েল প্যাকেটে পর্যটকদের রুমে খাবার পৌঁছে দিতে হবে। 


বৈঠকে পর্যটন ব্যবসায়ীদের বলা হয়েছে প্রত্যেক দিন রুমের বিছানার চাদর, বালিসের কভার ও মশারি বদলাতে হবে। দিনে দু’বার রুম স্যানিটাইজ করতে হবে। শুধু তাই নয়, পর্যটন ব্যবসায়ীরা প্রশাসনের এই গাইড লাইন মানছে কি না তারউপরেও কড়া নজরদারি চালাবে প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

#COVID Second Wave, #covid-19, #alipurduar

আরো দেখুন