দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরপাড়ার বাড়ি বাড়ি গিয়ে ‘থার্মাল স্ক্রিনিং’ পুরসভার

April 16, 2020 | < 1 min read

বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের স্বাস্থ্যের হালহকিকত জানার কাজ শুরু হল উত্তরপাড়া পুর এলাকায়। বুধবার পুরসভার স্বাস্থ্যকর্মীরা ৯ নম্বর ওয়ার্ডে গঙ্গা লাগোয়া বস্তিবাসীদের থার্মাল স্ক্রিনিং করেন। সঙ্গে ছিলেন পুরসভার মেডিক্যাল অফিসার। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৯০ জনের দেহের তাপমাত্রা পরীক্ষা করা হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পরীক্ষায় বস্তির বাসিন্দাদের কারও জ্বর ধরা পড়েনি।

উত্তরপাড়া পুরসভায় রয়েছে মোট ২৪টি ওয়ার্ড। তার মধ্যে ৬টি করে ওয়ার্ড নিয়ে চারটি ভাগে ভাগ করা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা ধারাবাহিক ভাবে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবেন। দেহের তাপমাত্রা পরীক্ষার জন্য থার্মাল স্ক্রিনিংয়ের যন্ত্র নিজেরাই কিনেছে পুরসভা। পুরকর্তাদের দাবি, এই পদ্ধতিতে অনেক কম সময়ের মধ্যে বেশি সংখ্যকের দেহের তাপমাত্রা পরীক্ষা করা যায়। লকডাউনের মধ্যে ভিড়-জমায়েত এড়াতেই বাড়ি বাড়ি গিয়ে পুরবাসীর দেহের তাপমাত্রা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাঁদের বাড়িতে গিয়ে পরীক্ষা করা হচ্ছে, সেই বাড়ির সদস্যদের নাম-ঠিকানা এবং তাঁদের কেউ কোনও অসুখে আক্রান্ত কি না, সেই তথ্য লিখে নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এই পরীক্ষার সময় কারও যদি অসুস্থতার কোনও লক্ষণ দেখা যায় তা হলে তাঁকে পুরসভার ফিভার ক্লিনিকে ভর্তি রাখা হবে। ফিভার ক্লিনিকে সুস্থ না হলে শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। সেখানে ভর্তি রেখে চিকিৎসার সময় ডাক্তাররা মনে করলে অসুস্থ ব্যক্তির সোয়াব পরীক্ষার জন্য বেলেঘাটার নাইসেডে পাঠানো হবে। 

স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুরসভা।

TwitterFacebookWhatsAppEmailShare

#thermal screening, #Coronavirus, #uttarpara

আরো দেখুন