বিবিধ বিভাগে ফিরে যান

২০শে এপ্রিল থেকে চালু হচ্ছে অ্যামাজন-ফ্লিপকার্ট পরিষেবা

April 16, 2020 | < 1 min read

করোনা হটস্পট বলে চিহ্নিত নয় এমন এলাকাগুলিতে আগামী ২০ এপ্রিল থেকে পণ্য সরবরাহ করবে অ্যামাজন-ফ্লিপকার্ট’সহ ই-কমার্স সংস্থাগুলি। প্রথম লকডাউনের মধ্যে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করার অনুমতিই ছিল এদের কাছে। 

কিন্তু ২০ এপ্রিল থেকে ঘরবন্দি দেশবাসীর খরিদ্দারির জন্য সেফটিপিন থেকে রেফ্রিজারেটর, সবই নিয়ে বাড়িতে হাজির হবেন সংস্থার ডেলিভারিম্যানরা। তবে অবশ্যই সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে।

লকডাউনে আটকে পড়া অর্থনীতিকে খানিকটা সচল করতে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কৃষিকাজ সহ একগুচ্ছ ক্ষেত্রে ছাড় দেওয়ার নির্দেশিকা প্রকাশ করে। ওই তালিকায় ই-কমার্স এবং ক্যুরিয়ার পরিষেবা রয়েছে। 

প্রথম লকডাউনের সময়েও নির্দিষ্ট কোনও কেন্দ্রীয় নির্দেশিকা ছিল না পরিষেবা বন্ধ করার। কিন্তু প্রক্রিয়াগত এবং রাজ্য ও স্থানীয় স্তরে তৈরি হওয়া কিছু অপ্রীতিকর কারণে শেষ পর্যন্ত লকডাউনের মধ্যে শুধু অত্যাবশ্যকীয় পণ্যই পৌঁছে দিতে পেরেছে এই সংস্থাগুলি। আগের বার অনেক ডেলিভারিম্যানদের হেনস্থা হতে হয়েছে প্রশাসন ও স্থানীয় মানুষের হাতে। সেই বিষয়টিও মাথায় রাখা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#home delivery, #e commerce, #Coronavirus, #Lockdown

আরো দেখুন