এনআরসির বিরুদ্ধে ত্রাতা মমতা, দেখুন ফাইটার দিদির নতুন পর্ব
এমন সময় এলেন ‘ফাইটার দিদি’। প্লাস্টার করা পা দিয়েই ভেঙে গুড়িয়ে দিলেন ডিটেনশন ক্যাম্প। ভয়ে পালাল বহিরাগতরা।

মুক্তি পেল ‘ফাইটার দিদি’-র (Fighter Didi) নতুন পর্ব। একুশের নির্বাচনে তৃণমূলের অভিনব প্রচার কৌশল ‘ফাইটার দিদি’ গ্রাফিক্স মানুষের মন কেড়েছে। এর আগের পর্বগুলিও যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এইবারের বিষয় নাগরিকত্ব আইন।
ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে এক মহিলা ভোট দিয়ে ফিরছেন, এমন সময় ট্রাক থেকে একদল বহিরাগত নেমে সেই মহিলাকে বস্তায় পুরে ডিটেনশন ক্যাম্পে (Detention Camp) নিয়ে গেল। সেখানে রয়েছেন তারই মতো আরও বহু মানুষ। বহিরাগত দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে তাঁর ভোটের প্রমাণ পত্র। ভয়ে সিঁটিয়ে যান সেই মহিলা।
এমন সময় এলেন ‘ফাইটার দিদি’। প্লাস্টার করা পা দিয়েই ভেঙে গুড়িয়ে দিলেন ডিটেনশন ক্যাম্প। ভয়ে পালাল বহিরাগতরা।
এই নতুন পর্বের মুক্তির সঙ্গে সঙ্গেই তা হট কেকের মতো ভাইরাল হয়ে যায়। দেখুন ভিডিও: