লক্ষ্য সুষ্ঠ গণটিকাকরণ, নতুন ১০টি ‘মেগা’ কেন্দ্র কলকাতা পুরসভার

বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৪২টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ চলছে।

April 26, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

টিকাকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে শহরে এবার মেগা টিকাকরণ কেন্দ্র (Mega vaccination centre) খোলার পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। সব কিছু ঠিকঠাক থাকলে ১ মে থেকে অন্তত দু’-তিনটি এবং ৫ মে’র পরবর্তী সময়ে ধাপে ধাপে মোট ১০টি এই ধরনের মেগা সেন্টার খোলা হবে। মূলত ১৮ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের টিকা দিতেই এই নতুন সেন্টার খুলবে পুর কর্তৃপক্ষ।

বর্তমানে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৪২টি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ চলছে। দৈনিক টিকাকরণের সংখ্যা ২২ হাজার ছুঁই ছুঁই। বর্তমানে ৪৫ বছর বা তদূর্ধ্বদের টিকা দেওয়া হচ্ছে। কিন্তু সরকারের নতুন নীতি অনুযায়ী ১ মে থেকে ১৮ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের টিকার আওতায় নিয়ে আসা হবে। কলকাতা পুরসভা ৫ মে থেকে সেই টিকাকরণ কর্মসূচি শুরু করছে। সেই চাপ সামলাতে শহরের ১৬টি বরোয় থাকা বিভিন্ন অডিটোরিয়াম ও কমিউনিটি হলকে ব্যবহার করতে চাইছে কলকাতা পুরসভা। অহীন্দ্র মঞ্চ, মধুসূদন মঞ্চ, নজরুল মঞ্চ, উত্তম মঞ্চ, মোহিত মঞ্চ, গিরিশ মঞ্চ, ফণীভূষণ যাত্রা মঞ্চ সহ উত্তর ও দক্ষিণ কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক অডিটোরিয়াম ও বড় কমিউনিটি সেন্টারগুলির উপর নজর রয়েছে কর্তৃপক্ষের।

২৫০-৪০০ জনের বসার ব্যবস্থা করা যায়, এমন জায়গাই খুঁজছে পুরসভা। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, একলপ্তে প্রচুর মানুষকে টিকা দেওয়া হবে। ফলে সেই চাপ সামলাতে বড় জায়গার প্রয়োজন। আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলি আকারে ছোট। তাই প্রেক্ষাগৃহ বা কমিউনিটি হল নেওয়া হবে। এই ব্যবস্থা হলে কাউকেই আর রোদের মধ্যে লাইন দিতে হবে না। ভিতরে বসেই বিশ্রাম নিতে পারবেন।

কর্তৃপক্ষের ব্যাখ্যা, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ৪৫ বছর বা তদূর্ধ্বদের টিকাকরণ চলবে। সেখানে একই জায়গায় এই কম বয়সিদের টিকার লাইনে দাঁড় করালে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই এই মেগা সেন্টার খুলে পৃথকভাবে তাঁদের টিকা দেওয়া হবে।

তবে টিকাদানের এই বিশাল কর্মসূচির জন্য উপযুক্ত প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী প্রয়োজন। টিকাকরণের জন্য রাজ্য সরকার কলকাতা পুরসভাকে ৭০ জন স্বাস্থ্যকর্মী দিয়েছিল। কিন্তু বর্তমানে সরকারি হাসপাতালে চাপ থাকায় তাঁদের তুলে নেওয়া হয়েছে। এই অবস্থায় কলকাতায় টিকা দেওয়ার কাজ মসৃণভাবে চালাতে নিজেদের ৫৭৬ জন সাম্মানিক স্বাস্থ্যকর্মীকে কাজে লাগাতে চাইছে পুরসভা। এক শীর্ষকর্তা বলেন, তাঁদের ট্রেনিং দেওয়ার জন্য স্বাস্থ্যভবনকে চিঠি পাঠানো হয়েছে। এই স্বাস্থ্য কর্মীদেরই মেগা সেন্টারগুলিতে কাজে লাগানো হবে। পাশাপাশি কলকাতা পুরসভার ১৪২টি টিকাদান কেন্দ্রে ২০টি করে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে দেওয়া হচ্ছে ভ্যাক্সিনেশন স্লিপ। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে দিনে কোথাও ১৫০টি, কোথাও ২০০টি করে ছোট ফর্ম দেওয়া হচ্ছে। তার বেশি স্লিপ দেওয়া হচ্ছে না। যাতে বিভিন্ন টিকাকেন্দ্রে অযাচিত ভিড় না হয়, সেই কারণেই এই স্লিপ দেওয়ার সিদ্ধান্ত বলে পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen