নিউটাউনের বাজার প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ হিডকোর

যে সমস্ত মানুষ নিয়মিত পরিবেশবান্ধব ব্যাগ নিয়ে বাজারে আসবেন, তাঁদের চিহ্নিত করবে কর্তৃপক্ষ। তাঁদের ছবি সংগ্রহ করে সচেতনতামূলক প্রচারের জন্য পোস্টার ছাপানো হবে।

April 27, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউটাউনের সিবি মার্কেটকে সম্পূর্ণ প্লাস্টিক-ফ্রি (plastic free) করতে যৌথ উদ্যোগ নিল হিডকো (WBHIDCO) এবং এনকেডিএ (NKDA)। সোমবার ভারতের প্রথম প্লাস্টিকমুক্ত বাজার তৈরির উদ্যোগের শুভ সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন, এনকেডিএ-র সিইও অনিমেষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রাথমিকভাবে সিবি মার্কেটকে টার্গেট করা হয়েছে। তবে পরবর্তীতে নিউটাউনের সমস্ত বাজার এলাকাকে প্লাস্টিক মুক্ত রাখার পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। সিএ, সিসি, সিডি ও সংকল্প বাজার এলাকাতেও এই উদ্যোগ গ্রহণ করা হবে। হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, প্লাস্টিকমুক্ত বাজারের পাশাপাশি আরও দু’টি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্জ্য পৃথকীকরণ এবং কোভিডবিধি যথাযথ পালন। নিউটাউন আরসিবি মার্কেট সংলগ্ন এলাকায় এই বিষয়গুলিতে আগামী দুই বছর ধরে নিয়মিত নজরদারি চালানো হবে। সেক্ষেত্রে এনকেডিএকে সহায়তা করবে কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ। সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে সিবি মার্কেটের ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হবে প্লাস্টিকের বিকল্প। পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ ব্যাগ। ব্যবসায়ীদের পাশাপাশি সিবি মার্কেট সংলগ্ন বসবাসকারী প্রায় ২৫০০ পরিবারের কাছে প্রতি সপ্তাহে সেই ব্যাগ পৌঁছে দেওয়া হবে। যে সমস্ত মানুষ নিয়মিত পরিবেশবান্ধব ব্যাগ নিয়ে বাজারে আসবেন, তাঁদের চিহ্নিত করবে কর্তৃপক্ষ। তাঁদের ছবি সংগ্রহ করে সচেতনতামূলক প্রচারের জন্য পোস্টার ছাপানো হবে।

একইসঙ্গে, কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র সিবি মার্কেট চত্বর প্লাস্টিকমুক্ত রাখলে নিউটাউনে প্রতি মাসে ১৬৮ কেজি প্লাস্টিক ব্যবহার রোখা সম্ভব। যাতে পরিবেশের ভারসাম্য এবং দূষণ নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মনে করছে নিউটাউন (New Town) কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। দু’বছরের কর্মসূচিতে সফল হলে নিউটাউনের সমস্ত বাজার প্লাস্টিকমুক্ত করে দেওয়া হবে বলে এনকেডিএ সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen