জীবনশৈলী বিভাগে ফিরে যান

বিবাহ বহির্ভূত সম্পর্কে টানুন ইতি

April 17, 2020 | 2 min read

অনেক সময় সুখী দাম্পত্য জীবন সত্ত্বেও গড়ে ওঠে বিবাহ বহির্ভূত সম্পর্ক। যার ফলে জীবনে জটিলতা বাড়ে, মনে অশান্তি বাড়ে। জীবনসঙ্গীকে ঠকানোর অপরাধে মনের গ্লানিতে দগ্ধ হতে থাকেন অনেকেই। এই পরিস্থিতি থেকে বেরোনো কঠিন। কিন্তু একটু চেষ্টা করলেই জীবনে শান্তি ফিরে আসতে পারে। এই পরিস্থিতি থেকে কী ভাবে বেরোবেন তারই কিছু সহজ টিপস দিলাম আমরা।

জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণটা আগে খুঁজে বের করুন।

কোনও সম্পর্কই পারফেক্ট হয় না। দুটি মানুষের মধ্যে কিছু সমস্যা, মনোমালিন্য থাকবেই। ছোটখাটো এই সব সমস্যা থেকেই অনেক সময় অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে। জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণটা আগে খুঁজে বের করুন। কেন আপনি অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সেই কারণটাকে খুঁজে বের করে বিনাশ করুন।

জীবনের এই কঠিন সময়ে আপনার এই গোপন সম্পর্কের কথা কি জীবনসঙ্গীকে বলা উচিত?

এই বিষয়ে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আপনার বিবাহিত সম্পর্ককে টিকিয়ে রাখতে চান, তাহলে সব কথা এখনই খুলে বলবেন কিনা, তা ভালো করে ভেবে নিন। অবশ্যই সম্পর্কে সত্‍ থাকা জরুরি। আর অন্য কারোর থেকে সত্যিটা জানতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবু সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন।

সম্পর্ক যখন একবার ভাঙবেন বলে ঠিক করেছেন, তখন যতই কষ্ট হোক, সেই সম্পর্কে আর ফিরে যাবেন না। তাঁকে সব কথা খুলে জানিয়ে সব রকম যোগাযোগ বন্ধ করে দিন। যোগাযোগ চলতে থাকলে কোনোদিন এই সম্পর্ক থেকে বেরোতে পারবেন না।

নিজেদের মধ্যে দূরত্ব বাড়লে তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। নিজেরা আরও একটু বেশী সময় কাটান। পুরনো দিনের কথা মনে করুন। পারিবারিক দায়িত্বের বাইরেও নিজেরা আলাদা করে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করুন। সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়লেই তৃতীয় ব্যক্তি সরে যাবেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Porokiya, #Extramarital Affairs

আরো দেখুন