বিজেপির কথা মেনেই বীরভূমে ভোটের আগে অনুব্রতকে নজরবন্দি? আবার প্রশ্ন
বীরভূমে ভোটের দু’দিন আগে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল ৫টা থেকেই কার্যকর হয় এই নির্দেশ। কমিশন জানিয়েছে, আগামী ৩০ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত নজরবন্দি থাকবেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, অষ্টম দফায় ভোট বীরভূমে। তার আগে মঙ্গলবার বিকেলেই অনুব্রতকে নজরবন্দি করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে কমিশন। ওই বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজর রাখা হবে অনুব্রতর উপর। এ ছাড়া তাঁর সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
স্বাভাবিক ভাবেই এই নির্দেশ নিয়ে নানারকম প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অনুব্রতকে ঘরবন্দি করে ‘দাওয়াই’ দেবার পরামর্শ অনেকদিন ধরি দিচ্ছিলেন বিজেপি নেতারা। সেই পরামর্শ কার্যত মেনেই নিল নির্বাচন কমিশন।
উল্লেখযোগ্য, ২০১৯শে লোকসভা নির্বাচনেও গৃহবন্দী করা হয়েছিল অনুব্রতকে, তা সত্বেও বীরভূম জেলায় ২টি লোকসভা আসনই জেতে তৃণমূল।