‘উধাও’ নজরবন্দি অনুব্রত, খুঁজতে গিয়ে কালঘাম ছুটল কমিশনের
কমিশনের চোখে ধুলো দিয়ে উধাও অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। কোথায় গেলেন বীরভূমের ‘কেষ্টদা’? উত্তর খুঁজছে সকলেই। রাত পোহালেই বীরভূমে ভোট। তার আগে নজরবন্দি অনুব্রত ‘উধাও’ হওয়াতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করে কমিশনের ভূমিকা নিয়ে।
২৯ এপ্রিল বীরভূমে ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে জেলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে কমিশন (Election Commission)। বাড়ির বাইরে পাহারায় ছিলেন কমিশনের আধিকারিকরা। বুধবার সকালে আধিকারিকদের সামনেই বোলপুরের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে বের হন তিনি। গাড়িতে করে রওনা হন গন্তব্যের উদ্দেশে। পিছনেই গাড়িতে ছিলেন কমিশনের আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনী।
আচমকাই একটি রাস্তার বাঁক থেকে উধাও হয়ে যান অনুব্রত। তাঁর গাড়ির হদিশ পাননি কমিশনের প্রতিনিধিরা। কোথায় গেলেন ‘কেষ্ট’দা? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হন্যে হয়ে খুঁজলেন তৃণমূলের দাপুটে নেতাকে। সাড়ে ১১টা থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। হন্যে হয়ে খুঁজছিলেন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। অবশেষে দুপুর ২টো নাগাদ অনুব্রতর খোঁজ মিলল তারাপীঠ মন্দিরে। ফের তাঁকে নজরবন্দি করল কমিশন।