ভ্যাক্সিন সংকটের জন্যে দায়ী কেন্দ্র: তৃণমূল

কেন্দ্র এবং রাজ্যের জন্যে ভ্যাক্সিনের দুরকম দাম নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন সাংসদ।

April 28, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভ্যাক্সিন (Vaccine) সংগ্রহ হোক কেন্দ্রস্তরে, বন্টন হোক রাজ্যস্তরে। আজ তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করে এমনই দাবি জানালেন সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তিনি বলেন, “বেসরকারি হাসপাতালগুলি এখন প্রথম পর্যায়ের ভ্যাক্সিন দিতে অস্বীকার করছে। এতে রাজ্যের কিছু করার নেই। সাংবিধানিক ভাবে ভ্যাক্সিনের দায়িত্ব কেন্দ্র সরকারের। সিরাম ইনস্টিটিউট বা ভারত বায়োটেককে চাপ দিয়ে বা বাইরের দেশ থেকে আমদানি করে ভ্যাক্সিন সংকট মেটাতে হবে।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতেই রাজ্যের জন্যে ভ্যাক্সিন চেয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। কিন্তু তার উত্তর পাওয়া যায়নি। কারণ প্রধানমন্ত্রী তখন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাক্সিন দিতে চাই, কেন্দ্র তার ব্যবস্থা করুক।”

কেন্দ্র মানুষের সঙ্গে প্রতারণা করছে, এই অভিযোগ তুলে সাংসদ বলেন, “এর আগে কেন্দ্র বলেছিল আঠারো বছরের উপরে সবাইকে ভ্যাক্সিন দেওয়া হবে। কিন্তু আজ তাদের তরফ থেকে বলা হল, রাজ্যের কাছে যা ভ্যাক্সিন আছে তাতে শুধুমাত্র ৪৫ বছর বেশি যাদের বয়স তারাই পাবেন।”

কেন্দ্র এবং রাজ্যের জন্যে ভ্যাক্সিনের দুরকম দাম নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। তিনি কেন্দ্রের দিকে নিশানা দেগে বলেন, ‘ভ্যাক্সিনের জন্যে মানুষকে রাত দুটো থেকে লাইন দিতে হচ্ছে। এই পরিস্থিতির জন্যে দায়ী কেন্দ্র।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen