প্রফুল্ল চাকির নাতনিকে সাহায্য নিয়ে তরজা তৃণমূল, বিজেপির

গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় সব ছিল তাঁর। কয়েক বিঘা জমি, বাড়ি। সেই ভিটে দখল হয়ে যাওয়ায় রাস্তায় ধারে বাঁশ-টিনের ঝুপড়িতে দিন কাটছিল বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনি মাধবী তালুকদারের। লকডাউনের জেরে ফুরিয়েছিল ঘরের খাবারটুকুও। সেই খবর পেয়ে এগিয়ে এল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সবরকম সাহায্যের পাশাপাশি বুধবারের ঝড়ে উড়ে যাওয়া ঝুপড়িটিও মেরামত করে দেওয়া হয়েছে গঙ্গারামপুর‌ থানার পুলিশের পক্ষ থেকে।

April 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় সব ছিল তাঁর। কয়েক বিঘা জমি, বাড়ি। সেই ভিটে দখল হয়ে যাওয়ায় রাস্তায় ধারে বাঁশ-টিনের ঝুপড়িতে দিন কাটছিল বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনি মাধবী তালুকদারের। লকডাউনের জেরে ফুরিয়েছিল ঘরের খাবারটুকুও। সেই খবর পেয়ে এগিয়ে এল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সবরকম সাহায্যের পাশাপাশি বুধবারের ঝড়ে উড়ে যাওয়া ঝুপড়িটিও মেরামত করে দেওয়া হয়েছে গঙ্গারামপুর‌ থানার পুলিশের পক্ষ থেকে।

বৃদ্ধা মাধবী বলেন, ‘গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় স্বামীর বিরাট ভিটে, জমি এবং দিঘি রয়েছে। যা এলাকার কিছু মানুষ দখল করে রেখেছে। বছর কয়েক আগে স্থানীয় বামনেতাদের মদতে সব দখল করে স্থানীয়রা। আজ ভিটেমাটি ছেড়ে রাস্তায়। দু’চারদিন ধরে পুলিশ এবং অন্য মানুষজন সাহায্য করছে। প্রশাসন থেকে বলা হয়েছে, বাড়ি করে দেবে। এ ছাড়া আমার জায়গা-জমিও উদ্ধার করে দেবে বলেছে।’ 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিষয়টি জানতে পেরে পুলিশের কাজের প্রশংসা করেন।

অন্যদিকে বিজেপির তরফে  অভিযোগ করা হয়েছে, মাধবী দেবীর খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই তারা ওনাকে সাহায্য করতে গিয়েছিলেন। কিন্তু প্রশাসন নাকি ওনাকে অন্য কোনও অজ্ঞাত জায়গায় সরিয়ে নিয়ে গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen