স্থানান্তর, পরিধি বৃদ্ধির পথে হাঁটছে বহু বাজার
করোনার প্রকোপ থেকে রাজ্যের মানুষকে বাঁচাতে সামাজিক দূরত্ব বাড়ানোর উপরে গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সে কারণে রাজ্যের ১১৭৪টি বাজার ইতিমধ্যেই স্থানান্তরিত হয়েছে আশপাশের খেলার মাঠ বা পার্কে। পরিধি বাড়ানো হয়েছে ৯৬৩টি বাজারের। সামাজিক দূরত্বে জোর দিয়ে সপ্তাহ দুয়েক আগে এমন উদ্যোগ নেওয়া হয় কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে। সে পথে হেঁটে রাজ্যের বাকি এলাকাগুলিতেও সামাজিক দূরত্বে জোর দিয়ে এক ফর্মুলা প্রয়োগ করেছে রাজ্য প্রশাসন।
বুধবার রাতে এক টুইটে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে — সামাজিক দূরত্ব বজায় রাখতেই বাজারগুলিকে অস্থায়ী ভাবে স্থানান্তরিত করা হয়েছে। তবে রাজ্যজুড়ে এখনও ২৫৬টি জনবহুল বাজার রয়েছে। সেগুলির স্থান পরিবর্তন করার জন্য আশপাশে উপযুক্ত জায়গার খোঁজ চলছে।
করোনা থেকে বাঁচতে চিকিৎসকরা যে ক’টি শর্ত মেনে চলতে বলছেন, তার মধ্যে অন্যতম হল সামাজিক দূরত্ব বজায় রাখা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপরে বারবার জোর দিচ্ছেন। তবু অনেকেই সেই আবেদনে সাড়া দিচ্ছেন না। নানা ছুতোয় বাড়ির বাইরে বেরিয়ে পড়া, বাজারে ভিড় করার ঘটনায় ছেদ নেই।
তাই পরিধি বাড়িয়ে বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে প্রসাশন। নবান্নের নির্দেশ মেনে কলকাতা, বিধাননগর, দক্ষিণ দমদম, দমদম পুর-এলাকায় ঘিঞ্জি জায়গাজুড়ে থাকা সব্জি, মাছ-মাংসের বাজার ইতিমধ্যেই অন্যত্র সরানো হয়েছে। শহরের যে সব আবাসনে বাসিন্দার সংখ্যা বেশি, সেখানে আবাসনের ভিতরেই বসানো হয়েছে বাজার।