রাজ্য বিভাগে ফিরে যান

গণনা নিয়ে আজই ভার্চুয়াল দলীয় বৈঠক মমতার

April 30, 2021 | < 1 min read

আট দফার দীর্ঘ ভোট শেষে এবার গণনার পালা। গণনার সময় দলীয় প্রার্থী ও এজেন্টদের মাটি কামড়ে থাকার জন্য নির্দেশ দিতেই আজ শুক্রবার বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কথা ছিল শনিবার বারবেলায় প্রার্থী–নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার অষ্টম দফার ভোটগ্রহণ চলাকালীনই বৈঠকের দিনক্ষণ বদল করেন তিনি।

আজ, ৩০ এপ্রিল শুক্রবার বেলা তিনটে নাগাদ ওই বৈঠক হবে। বৈঠকের পর প্রস্তুতি নেওয়া হবে শনিবার। আর রবিবার ফলাফল। প্রার্থীদের কাছে বৈঠকের দিন ও সময় বদলের বার্তা পৌঁছে গিয়েছে।

ভার্চুয়ালি ওই বৈঠকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ২৮৮ জন প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে হবে। গণনা নিয়ে বিশদে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ বা ২০১৬ সালে বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এবং গণনার আগে এমন কোনও বৈঠক করেননি মমতা।

শুক্রবারের বৈঠকে গণনা নিয়ে দলকে কী নির্দেশ দেন তিনি, সে দিকেই তাকিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে এজেন্টরা। জাকির হোসেন এবং কাজল সিনহা ছাড়া প্রায় সকলেই থাকবেন বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #West Bengal Assembly Elections 2021, #Trinamool Congress

আরো দেখুন