আরএসএসের তৈরি কোভিড সেন্টার বলে ভাইরাল কাতারের স্টেডিয়ামের ছবি
ভাইরাল হওয়া ছবিটি সত্যি হলেও, সেটি কোভিড সেন্টার এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো।
April 30, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দাবি
সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রমরমিয়ে শেয়ার হচ্ছে। ছবিটি দেখতে অনেকটা স্টেডিয়ামের মতো। দাবি করা হচ্ছে যে ছবিটি আরএসএসের (RSS) ইন্দোরে ৪৫ একরে তৈরি কোভিড কেয়ার সেন্টারের ছবি। এটি নাকি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোভিড সেন্টার (Covid Centre), যাতে ৬০০০ বেড এবং ৪ টি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে।
সত্যতা
আসলে ছবিটি কাতারের একটি স্টেডিয়ামের (Qatar stadium) ছবি। যেখানে ২০২২- এর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে।
সুতরাং ভাইরাল হওয়া ছবিটি সত্যি হলেও, সেটি কোভিড সেন্টার এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো।