← রাজ্য বিভাগে ফিরে যান
একনজরে দেখে নিন বাংলার কোথায় কোন বিধানসভা কেন্দ্রের গণনা..
২ মে ভোট গণনা। ২৯২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এদিন। সেইসঙ্গে ঠিক হবে বাংলার মসনদে কে বসবে।
একনজরে গণনা কেন্দ্রের তালিকা :
কোচবিহার
- মেখলিগঞ্জ – মেখলিগঞ্জ উচ্চ বিদ্যালয়,
- মাথাভাঙ্গা- মাথাভাঙ্গা কলেজ
- কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ- কোচবিহার পলিটেকনিক
- শীতলকুচি – মাথাভাঙ্গা কলেজ
- সিতাই, দিনহাটা- দিনহাটা কলেজ
- নাটাবাড়ি, তুফানগঞ্জ- তুফানগঞ্জ মহাবিদ্যালয়।
আলিপুরদুয়ার :
- কুমারগ্রাম, কালাচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট- আলিপুরদুয়ার ইউনিভার্সিটি ।
জলপাইগুড়ি:
- ধুপগুড়ি- এন বি ইউ ২য় ক্যাম্পাস, সাইন্স বিল্ডিং।
- ময়নাগুড়ি- নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি।
- জলপাইগুড়ি – এন বি ইউ ২য় ক্যাম্পাস, সাইন্স বিল্ডিং।
- রায়গঞ্জ, দেবগ্রাম ফুলবাড়ী- এন বি ইউ ২য় ক্যাম্পাস, টেকনোলজি বিল্ডিং।
- মাল, নাগরাকাটা- পরিমল মিত্র স্মৃতি কলেজ।
কালিম্পং:
- কালিম্পং – দ্য স্কটিশ ইউনিভার্সিটি মিশন ইনস্টিটিউশন, কালিংপং।
দার্জিলিং:
- দার্জিলিং – দার্জিলিং গভমেন্ট কলেজ।
- কার্শিয়াং – সেন্ট অ্যালফোনসাস হাই স্কুল।
- মাটিপাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া- শিলিগুড়ি কলেজ ক্যাম্পাস।
উত্তর দিনাজপুর:
- চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া- ইসলামপুর কলেজ
- করণদীঘি, হেমতাবাদ (এস সি), কালিয়াগঞ্জ (এস সি), রায়গঞ্জ, ইটাহার- রায়গঞ্জ পলিটেকনিক।
দক্ষিণ দিনাজপুর:
- কুশমান্ডি- বুনিয়াদপুর মহাবিদ্যালয়।
- কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর- বালুরঘাট কলেজ।
- হরিরামপুর- বুনিয়াদপুর মহাবিদ্যালয়।
মালদহ:
- হাবিবপুর, গাজল- মালদহ পলিটেকনিক।
- চাঁচল, হরিশ্চন্দ্রপুর- চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন।
- মালতিপুর- চাঁচল কলেজ।
- রতুয়া, মানিক চক- মালদহ পলিটেকনিক কলেজ।
- মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি- মালদা কলেজ।
- সুজাপুর, বৈষ্ণবনগর- মালদহ পলিটেকনিক কলেজ।
মুর্শিদাবাদ:
- ফারাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি- জঙ্গিপুর গভর্মেন্ট পলিটেকনিক।
- লালগোলা, ভগবানগোলা- সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ, লালবাগ।
- রানীনগর- ডোমকল গার্লস কলেজ।
- মুর্শিদাবাদ, নবগ্রাম- সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ, লালবাগ।
- খড়গ্রাম, বড়ঞা, কান্দি,ভরতপুর- কান্দি রাজ কলেজ।
- রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা- বহরমপুর গার্লস কলেজ।
- ডোমকল, জলঙ্গী- ডোমকল গার্লস কলেজ।
নদীয়া:
- করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া- বাবাসাহেব আম্বেদকর পলিটেকনিক।
- কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ- বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
- শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ- রানাঘাট কলেজ।
- চাকদহ, কল্যাণী, হরিণঘাটা- কল্যাণী মহাবিদ্যালয়।
উত্তর ২৪ পরগনা:
- বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ,গাইঘাটা- দীনবন্ধু মহাবিদ্যালয়।
- স্বরূপনগর- বসিরহাট হাই স্কুল
- বাদুড়িয়া- বসিরহাট পলিটেকনিক কলেজ।
- হাবরা, অশোকনগর – বারাসাত গভরমেন্ট কলেজ।
- আমডাঙ্গা- বারাসাত পেয়ারি চরণ সরকার হাই স্কুল।
- বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর- রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, কমার্স ক্যাম্পাস, ব্যারাকপুর।
- খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম- গুরু নানক ডেন্টাল কলেজ, পানিহাটি।
- রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর- বিধান নগর কলেজ।
- মধ্যমগ্রাম- বারাসাত পেয়ারি চরণ সরকার হাই স্কুল।
- বারাসাত, দেগঙ্গা- বারাসাত গভরমেন্ট কলেজ।
- হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি- বসিরহাট পলিটেকনিক কলেজ।
- বসিরহাট দক্ষিণ- বসিরহাট হাই স্কুল
- বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ- বসিরহাট পলিটেকনিক কলেজ।
দক্ষিণ ২৪ পরগনা:
- গোসাবা,বাসন্তী- বঙ্কিম সর্দার কলেজ।
- কুলতলী- গোবিন্দপুর জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুল।
- পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর- সুন্দরবন মহাবিদ্যালয়।
- কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার- ডায়মন হারবার ওমেন ইউনিভার্সিটি।
- জয়নগর, বারুইপুর পূর্ব- গোবিন্দপুর জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুল।
- ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব- বঙ্কিম সর্দার কলেজ।
- বারুইপুর পশ্চিম- গোবিন্দপুর জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুল।
- মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার- ডায়মন্ডহারবার ওমেন ইউনিভার্সিটি।
- ফলতা- ডায়মন্ডহারবার ওমেন ইউনিভার্সিটি।
- সাতগাছিয়া- জনন চন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ।
- বিষ্ণুপুর- গভারমেন্ট গার্লস জেনারেল ডিগ্রী কলেজ।
- সোনারপুর দক্ষিণ- সোনারপুর মহাবিদ্যালয়।
- ভাঙ্গড়- সোনারপুর মহাবিদ্যালয়।
- কসবা- গীতাঞ্জলি স্টেডিয়াম।
- যাদবপুর- দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ।
- সোনারপুর উত্তর- সোনারপুর মহাবিদ্যালয়।
- টালিগঞ্জ- স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন, হেস্টিংস হাউস কমপ্লেক্স।
- বেহালা পূর্ব- ব্রতচারী বিদ্যাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল
- বেহালা পশ্চিম- বিবেকানন্দ কলেজ।
- মহেশতলা- বাটানগর গার্লস হাই স্কুল।
- বজবজ, মেটিয়াব্রুজ- সিস্টার নিবেদিতা গভারমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস।
কলকাতা দক্ষিণ:
- কলকাতা পোর্ট- সেন্ট থমাস স্কুল
- ভবানীপুর- সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল।
- রাসবিহারী- বালিগঞ্জ গভমেন্ট হাই স্কুল।
- বালিগঞ্জ- ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং।
কলকাতা উত্তর:
- চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর- নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।
- মানিকতলা, কাশিপুর বেলগাছিয়া- রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি।
হাওড়া
- বালি, হাওড়া উত্তর- বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির।
- মধ্য হাওড়া- সেন্ট থমাস চার্চ স্কুল।
- শিবপুর, হাওড়া দক্ষিণ- IIEST, শিবপুর।
- সাঁকরাইল- সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ।
- পাঁচলা- ন্যায়চক যদুনাথ হাই স্কুল।
- উলুবেরিয়া পূর্ব – CIPT, BANITABLA।
- উলুবেরিয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ- CIT, BANITABLA।
- শ্যামপুর- শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়।
- বাগনান- ভারত একাডেমি।
- আমতা- CIT, BANITABLA।
- উদয়নারায়নপুর- উদয়নারায়নপুর মাধবীলতা মহাবিদ্যালয়।
- জগত্বল্লভপুর- শোভারানী মেমোরিয়াল কলেজ।
- ডোমজুড়- আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়।
হুগলি:
- উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি- শ্রীরামপুর কলেজ।
- সিঙ্গুর, চন্দননগর- কানাইলাল মহাবিদ্যালয়।
- চুঁচুড়া, বলাগর, পান্ডুয়া- হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
- সপ্তগ্রাম- ওয়েস্টবেঙ্গল সার্ভে ইন্সটিটিউট।
- চন্ডীতলা- জনাই ট্রেনিং হাই স্কুল।
- জাঙ্গিপারা- জনাই ট্রেনিং হাই স্কুল।
- হরিপাল- চন্দননগর গভারমেন্ট কলেজ।
- ধনেখালি- হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
- তারকেশ্বর- চন্দননগর গভারমেন্ট কলেজ।
- পুড়শুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল- নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ।
পূর্ব মেদিনীপুর:
- তমলুক – KTPP হাই স্কুল।
- পাঁশকুড়া পূর্ব পাঁশকুড়ার পশ্চিম- KTPP ইঞ্জিনিয়ারিং কলেজ ।
- ময়না, নন্দকুমার – KTPP হাই স্কুল।
- মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম- হলদিয়া গভমেন্ট স্পনসর্ড সেকেন্ডারি স্কুল।
- চন্ডিপুর- KTPP হাই স্কুল।
- পটাশপুর- এগরা ঝাটু হাই স্কুল।
- কাঁথি উত্তর- পিকে কলেজ।
- ভগবানপুর- বাজকুল মিলনী মহাবিদ্যালয়।
- খেজুরি,কাঁথি দক্ষিণ,রামনগর- পিকে কলেজ কন্টাই।
- এগরা- এগরা ঝাটু হাই স্কুল।
পশ্চিম মেদিনীপুর:
- দাঁতন,কেশিয়াড়ি, খড়গপুর সদর,নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর,ডেবরা- কেন্দ্রীয় বিদ্যালয়, ২ নং, খড়গপুর।
- দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা- ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়।
- গরবেতা, শালবনি- মেদিনীপুর কলেজ।
- কেশপুর- মেদিনীপুর কলিজিয়েট স্কুল।
- মেদিনীপুর- মেদিনীপুর কলেজ।
ঝাড়গ্রাম:
- নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝারগ্রাম, বিনপুর- ঝাড়্গ্রাম রাজ কলেজ।
পুরুলিয়া:
- বান্দোয়ান- ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং।
- বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর, পুরুলিয়া- পুরুলিয়া পলিটেকনিক।
- মানবাজার- ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং।
- কাশিপুর, পাড়া, রঘুনাথপুর- রঘুনাথপুর কলেজ।
বাঁকুড়া:
- শালতোড়া, ছাতনা- বাঁকুড়া ইউনিভার্সিটি।
- রানিবাঁধ, রায়পুর, তালডাংরা- আদিবাসী মহাবিদ্যালয়।
- বাঁকুড়া, , বড়জোড়া, ওন্দা- বাঁকুড়া ইউনিভার্সিটি।
- বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, সোনামুখী- কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।
পূর্ব বর্ধমান:
- খণ্ডঘোষ- এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
- বর্ধমান দক্ষিণ- ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
- রায়না, জামালপুর- এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
- মন্তেশ্বর, কালনা- কালনা কলেজ।
- মেমারি- এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।
- বর্ধমান উত্তর, ভাতার- ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
- পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর- কালনা কলেজ।
- কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট- কাটোয়া কলেজ।
- আউসগ্রাম, গলসি- ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি।
পশ্চিম বর্ধমান:
- পাণ্ডবেশ্বর, দূর্গাপুর পুর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ- দুর্গাপুর সোশাল এন্ড এডুকেশন ট্রাস্ট।
- জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বরাবনি- আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ।
বীরভূম:
- দুবরাজপুর, সিউড়ি- শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ।
- বোলপুর, নানুর, লাভপুর- বোলপুর কলেজ।
- সাঁইথিয়া, ময়ূরেশ্বর-শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ।
- রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারাই- রামপুরহাট কলেজ।
মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ ভোটগ্রহণ হবে আগামী ১৬ মে, ওই দুটি কেন্দ্রের ভোট গণনা ১৯ মে।