২০ এপ্রিলের পর লকডাউন থেকে ছাড়ের তালিকা আরও বাড়াল কেন্দ্র
৩ মে পর্যন্ত দেশে লকডাউন বাড়ানোর কথা গত মঙ্গলবারই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ২০ এপ্রিলের পর হটস্পটের বাইরের এলাকায় কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। সেই ছাড়ের তালিকা বৃহস্পতিবার রাতে আরও বাড়াল কেন্দ্রীয় সরকার।
২০ এপ্রিলের কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই তালিকা এবার আরও বাড়ানো হল। নন-ব্যাংকিং ফিন্যান্স কর্পোরেশন এবং মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনগুলিকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করা হল। তফশিলি উপজাতির দ্বারা নারকেল, স্পাইস ব্যাম্বু, বাদাম ও কোকোয়া গাছ বসানো এবং জঙ্গল থেকে এই সামগ্রীগুলি সংগ্রহ করাকেও ছাড়ের তালিকায় রাখা হয়েছে।
গ্রামীণ এলাকায় জল সরবরাহ এবং স্য়ানিটেশনের কাজ ২০ এপ্রিলের পর করা যাবে। এছাড়া বিদ্যুতের লাইন বসানো, টেলিকম অপটিক্যাল ফাইবার এবং কেবলকে ছাড়ের আওতাভুক্ত করা হল। অনলাইনে ওষুধ ও মুদিখানা সামগ্রীর পাশাপাশি মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, জামাকাপড় এবং স্কুলের জন্য প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী বিক্রি করা যাবে।