দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

নদীয়ার ঘাসফুলকে টক্কর বিজেপির

May 3, 2021 | 2 min read

পদ্ম ও জোড়াফুলে আড়াআড়ি বিভক্ত হল নদীয়া (Nadia) জেলা। রবিবার ভোটগণনায় জেলার উত্তরাংশে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র ছাড়া বাকি সব আসনেই জয়ী হল তৃণমূল (Trinamool)। তবে রানাঘাটের আসনগুলিতে জয় পেল গেরুয়া শিবির। সকাল থেকে জেলার তৃণমূল প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতেই কর্মীরা দলীয় পতাকা নিয়ে পথে নেমে পড়েন। রীতিমতো সবুজ আবিরে একেঅপরকে রাঙিয়ে দেন।

এদিন সকাল থেকেই কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, করিমপুর, চাপড়া, তেহট্ট, কালীগঞ্জ, নাকাশিপাড়া, পলাশীপাড়ায় এগিয়ে ছিল তৃণমূল। পলাশীপাড়ার তৃণমূল প্রার্থী ডঃ মানিক ভট্টাচার্য ৫০ হাজার ৭২৮ ভোটে জয়ী হয়েছেন। নাকাশিপাড়ায় তৃণমূল প্রার্থী কল্লোল খাঁ ২১ হাজার ৪০৮ ভোটে জয়ী হয়েছেন। কালীগঞ্জে তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ ৪৭ হাজার ৮০০ ভোটে জয়ী হয়েছেন। করিমপুরে জোড়াফুল প্রার্থী বিমলেন্দু সিংহরায় ২৩ হাজার ১২১ ভোটে জয়ী হয়েছেন। তেহট্টের ঘাসফুলের প্রার্থী তাপসকুমার সাহা প্রায় ৬ হাজার ভোটে জয়ী হয়েছেন। কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী মুকুল রায় তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে প্রায় ৩৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হন। জেলার উত্তরের বিধানসভাগুলির মধ্যে চাপড়ার দিকে নজর ছিল অনেকের। আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী রুকবানুর রহমান প্রথম থেকেই এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত তিনি ভোটে জয়ী হন। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় তৃতীয়বারের জন্য জয়ী হলেন উজ্জ্বল বিশ্বাস। আট হাজার ৯৪৫ ভোটে জয়ী হয়েছেন তিনি। এদিকে পঞ্চমবারের জন্য নবদ্বীপে জয়ী হলেন তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ ওরফে নন্দ সাহা। বিজেপির সিদ্ধার্থশঙ্কর নস্করকে তিনি ১৮ হাজার ৩৫ভোটে পরিজিত করেন।

নবদ্বীপ ব্লক তৃণমূল সভাপতি তাপস ঘোষ বলেন, জন্মস্থানে বিজেপির রথযাত্রায় চৈতন্য মহাপ্রভুর ছবি বা কোনওকিছুই ছিল না। ওরা মানুষের ভাবাবেগকে আঘাত করেছিল। নির্বাচনে জবাব পেল ওরা। জেলার দক্ষিণ দিকে থাকা রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাকদহ, রানাঘাট উত্তর-পশ্চিম, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, শান্তিপুর, হরিণঘাটা ও কল্যাণীতে জয়ী হয়েছে বিজেপি। চাকদহ, হরিণঘাটা ও কল্যাণী বিধানসভায় এবার নিজেদের জমি ধরে রাখতে পারল না তৃণমূল। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রটি গেরুয়া শিবিরের দখলে যায়। সেই জয়কে সামনে রেখে এবারের বিধানসভা ভোটে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি। তবে রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পশ্চিম ও শান্তিপুরে গত বিধানসভা নির্বাচনে জোটের দখলে থাকলেও এবার তা হাতছাড়া হয়েছে। রাজনৈতিক মহলের মত, একদিকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, অন্যদিকে সংযুক্ত মোর্চার জোটের ভোট কার্যত পদ্ম শিবিরের দিকে ঝুঁকেছে। রানাঘাট উত্তর-পূর্বের প্রাক্তন বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী সমীরকুমার পোদ্দার বলেন, ভোট ধর্মীয় বিভাজনের নিরিখে হয়েছে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির মুকুটমণি অধিকারী তৃণমূলের বর্ণালী দে’কে ১৬ হাজার ৯১৭ ভোটে হারিয়েছেন। শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ১৫ হাজার ৭১৩ ভোটে জয়ী হয়েছেন। চাকদহের বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ তৃণমূল প্রার্থী শুভঙ্কর সিংহের চেয়ে ১১ হাজার ৫৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। হরিণঘাটায় বিজেপি প্রার্থী অসীম সরকার তৃণমূল প্রার্থী নীলিমা নাগ মল্লিকের চেয়ে প্রায় ১১হাজার ৮৭৫ ভোট বেশি পেয়েছেন। কল্যাণীতে বিজেপি (BJP) প্রার্থী অম্বিকা রায় প্রায় ২৮৩৬ ভোটে তৃণমূল প্রার্থী অনিরুদ্ধ বিশ্বাসকে হারিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Trinamool Congress, #bjp

আরো দেখুন