তথ্য যাচাই বিভাগে ফিরে যান

নির্বাচন পরবর্তী হিংসার ভুয়ো প্রচার করতে গিয়ে ধরা পড়ল বিজেপি

May 6, 2021 | < 1 min read

দাবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Election Results 2021) প্রকাশের পর থেকেই নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে বিজেপি। এমনকি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবিও তুলছে গেরুয়া শিবির। কিন্তু আদতে হিংসার নামে ফেক নিউজ প্রচার করছেন তারা। এরকম ভুয়ো খবর ফাঁস করেছি আমরা। এবার, এমন আরেকটি ঘটনা সামনে এল।

সম্প্রতি বঙ্গ বিজেপির (BJP) ফেসবুক পেজে এক যুবকের ছবি শেয়ার করা হয়। দাবি করা হয় শীতলকুচির এই যুবককে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। যুবকের নাম মানিক মৈত্র বলে দাবি করা হয় সেই পোস্টে।

সত্যতা

এই পোস্টারে যার ছবি দেওয়া হয়েছে তিনি মানিক মৈত্র নন, তার নাম অভ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ইন্ডিয়া টুডে গ্রূপের সাংবাদিক। তিনি নিজে টুইট করে জানিয়েছেন বিজেপির এই মিথ্যাচারের কথা:

TwitterFacebookWhatsAppEmailShare

#Fact Check, #West Bengal Election Results 2021

আরো দেখুন