তথ্য যাচাই বিভাগে ফিরে যান

অন্ধ্র প্রদেশের ঘটনাকে বাংলার বলে ভুয়ো প্রচার বিজেপির

May 6, 2021 | 2 min read

দাবি

একটি ভিডিও ব্যাপক হারে সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে এই যুবতী শুয়ে থাকা এক ব্যক্তিকে জল খাওয়াতে যাচ্ছে, কিন্তু এক মহিলা তাকে জোড় করে আটকাচ্ছে, যেতে দিচ্ছে না।

দিল্লি বিজেপির আইটি সেলের প্রধান সন্দীপ ঠাকুর টুইটারে ভিডিওটি শেয়ার করে লেখেন, বন্ধ করে কিছু হবে না। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে সেনা মোতায়েন করা প্রয়োজন। টুইটটি প্রায় ১৪০০ বার রিটুইট হয়।

রাকা সিং লোধি বলে আরেক বিজেপি সমর্থকও একই দাবি করে ভিডিওটি টুইট করেন।

উমেশ নন্দ বলেও এক বিজেপি (BJP) সমর্থক এই ভিডিওটি শেয়ার করেন। সেখানেও ৩০০ রিটুইট হয়।

এছাড়াও আরও বহু টুইটার ব্যবহারকারী একই দাবি করে ভিডিওটি শেয়ার করেন।

সত্যতা

ঘটনাটি আদৌ বাংলার নয়। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। জাতীয় সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিতও হয়েছে।

শ্রীকাকুলাম জেলায় এক ৫০ বছরের করোনা রোগী তাঁর স্ত্রী এবং মেয়ের সামনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার আগে তাঁর মেয়ে বাবাকে জল খাওয়াতে যাচ্ছিল। কিন্তু মেয়েও আক্রান্ত হবে এই ভয়ে মা মেয়েকে আটকাচ্ছিলেন। এমন অবস্থায় মারা যান সেই প্রবীণ।

এই ঘটনাকেই বাংলার সন্ত্রাস বলে চালানো হচ্ছে। কিন্তু ঘটনার সঙ্গে বাংলার কোন সম্পর্ক নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Fact Check

আরো দেখুন