লকডাউনে চমক – বনগাঁয় ১ টাকার হাট
সামাজিক উন্নয়নের কাজে ক্লাবগুলি যাতে এগিয়ে আসে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন ক্লাবকে আর্থিক সাহায্য করেছেন। আর সেই টাকার সত্যিকারের সদ্ব্যবহার করল বনগাঁর উদীয়মান স্পোর্টিং ক্লাব। মুখ্যমন্ত্রীর দেওয়া সেই টাকায় বর্তমান কঠিন পরিস্থিতিতে অভিনব উপায়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াল এই ক্লাব।
বনগাঁর ঢাকপাড়া এলাকায় একটি হাট বসেছে। সেখানে আলাদা আলাদা টেবিলে সাজানো চাল, ডাল, সবজি, সয়াবিন ইত্যাদি। যার যা প্রয়োজন সে তা নিতে পারবে। মজার বিষয় হল এসবই পাওয়া যাবে মাত্র এক টাকায়। এই রকমই এক অভিনব হাটের আয়োজন করেছে ক্লাবের সদস্যরা।
তাদের বক্তব্য এই দীর্ঘ লকডাউনে সব থেকে বিপদে পড়েছে দিন আনি দিন খাই লোকেরা। তাদের কষ্ট খানিক লাঘব করতেই এই অভিনব উদ্যোগ। যাদের যা প্রয়োজন তারা তা নেবে। তাদের যাতে সম্মানে আঘাত না লাগে তাই ১ টাকা দাম নেওয়ার এই ব্যবস্থা।
ক্লাব সদস্যরা জানায় তারা সরকারি অনুদানে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে। এবছর সে সব কাজ বন্ধ রেখে এই কঠিন পরিস্থিতিতে দরীদ্র মানুষদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।