কলকাতা বিভাগে ফিরে যান

দৈনিক অক্সিজেনের বরাদ্দ বাড়ানো হোক, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

May 7, 2021 | < 1 min read

দিন দিন ভয়াল রূপ ধারণ করছে করোনা। রাজ্যের করোনা পরিস্থিতির মোকাবিলা করতে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে বাংলার জন্যে দৈনিক অক্সিজেনের বরাদ্দ বাড়ানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন এর আগে ৫ তারিখ এই একই আর্জি নিয়ে চিঠি লিখেছিলেন তিনি।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৭০ মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেনের চাহিদা ছিল। আগামী ৭-৮ দিনে অক্সিজেনের দৈনিক চাহিদা ৫৫০ মেট্রিক টনে পৌঁছতে পারে। কাজেই এই পরিস্থিতিতে রাজ্যের চাহিদামতো অক্সিজেন সরবরাহ করা হোক।’

চিঠিতে তিনি আরও লিখেছেন, রাজ্যের চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না। উল্টে গত ১০ দিনে রাজ্যে উত্‍পাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এখন রাজ্যকে দিনে ৩০৮ মেট্রিক টন অক্সিজেন দেওয়া হচ্ছে, যেখানে রাজ্যের চাহিদা অনেক বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের প্রয়োজনমতো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী যেন নির্দেশ দেন, চিঠিতে সেই অনুরোধই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Modi, #oxygen

আরো দেখুন