রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্রের টিকা নীতি বদলের দাবিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার

May 7, 2021 | < 1 min read

করোনা (Covid 19) পরিস্থিতিতে করোনা টিকাকরণের তৃতীয় পর্যায়ের সরকারি নীতি বাতিলের দাবিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার।পরিবর্তে অভিন্ন টিকা নীতি বাস্তবায়িত করার আর্জি জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ভ্যাকসিনের ঘাটতি দেখা যাচ্ছে। দেরি না করে বিনামূল্যে যাতে সকলে ভ্যাকসিন পেতে পারেন, সে ব্যাপারে আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, করোনা আবহে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে আরও অক্সিজেনের প্রয়োজন,এই মর্মে এবার মোদিকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন,পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বাড়ছে। পশ্চিমবঙ্গে যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে,তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে।যেখানে পশ্চিমবঙ্গে রোজ ৫৮০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন,সেখানে মাত্র ৩০৮ মেট্রিক টন অক্সিজেন মিলছে। উল্লেখ্য এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা লিখেছিলেন,বিনামূল্যে সবাইকে টিকা দিতে হবে। এজন্য টিকার জোগান বাড়ানোর কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #corona vaccine

আরো দেখুন