স্পিকার নির্বাচন বয়কট নিয়ে বিজেপিকে কটাক্ষ ফিরহাদের

তবে বিজেপির রাজ্য সভাপতি আগেই জানিয়েছেন, ‘রাজ্যে সন্ত্রাসের পরিবেশের জেরে একাধিক বিধায়ক শপথ নিতে আসতে পারেননি। তাদের বলেছি এলাকার মানুষের পাশে থাকুন। সন্ত্রাস বন্ধ না হলে কেউই বিধানসভার অধিবেশনে আসবেন না।’

May 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দ্বৈরথ একেবারে তুঙ্গে। সবে সরকার তৈরি হয়েছে। কিন্তু লড়াই কমছে না এতটুকু। এবার স্পিকার নির্বাচনকে কেন্দ্র করেও দুপক্ষের মধ্যে বাগযুদ্ধ চরমে। শনিবার বিধানসভার স্পিকার নির্বাচন। কিন্তু সেখানে অংশ নেবে না বিজেপি (BJP)। ইতিমধ্যেই সেব্য়াপারে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এব্যাপারে ইতিমধ্যেই তাঁদের বক্তব্য খোলসা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে এবার বিজেপির এই অবস্থান প্রসঙ্গে মুখ খুলেছে তৃণমূল শিবির। এব্যাপারে ফিরহাদ হাকিম বলেন, ‘চিরকাল সবাই মিলে থেকেই স্পিকার নির্বাচন করা হয়। স্পিকার (Speaker) হলেন বিধানসভার কাস্টোডিয়ান। এরকম একটি নির্বাচনে কেউ যদি সামান্য সৌজন্যটুকু বজায় না রাখে তাহলে বুঝতে হবে ওরা গণতন্ত্র মানে না।’

আর রাজ্যের হিংসার অভিযোগ প্রসঙ্গে ফিরহাদের (Firhad Hakim) দাবি, ‘এসবই বাহানা। এর থেকে অনেক বেশি অশান্তি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। এখানে যা হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে দমন করছেন। কিন্তু এই বাহানায় সংসদীয় গণতন্ত্রের প্রথা নষ্ট করা যায় না।’

তবে বিজেপির রাজ্য সভাপতি আগেই জানিয়েছেন, ‘রাজ্যে সন্ত্রাসের পরিবেশের জেরে একাধিক বিধায়ক শপথ নিতে আসতে পারেননি। তাদের বলেছি এলাকার মানুষের পাশে থাকুন। সন্ত্রাস বন্ধ না হলে কেউই বিধানসভার অধিবেশনে আসবেন না।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen