ভেনেজুয়েলার ভিডিও বাংলার বলে প্রচার বিজেপির
সামাজিক মাধ্যমে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।
May 9, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দাবি
সামাজিক মাধ্যমে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় একদল নিষ্ঠুরভাবে এক তরুণ ছেলের গলা কেটে ফেলছে। সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গে। নির্বাচন পরবর্তী হিংসার উদাহরণ হিসেবে শেয়ার হচ্ছে সেটি। ভিডিওটি এতটাই ভয়ঙ্কর যে সেটি আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরছি না।

সত্যতা
রিভার্স ইমেজ সার্চ করে আমরা জানতে পেরেছি ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে, ভেনেজুয়েলায়। news.com.au ওয়েবসাইটে একটি প্রতিবেদনে এই ছবি ব্যবহৃত হয়েছে। ড্রাগ মাফিয়া দলের কৃতকার্য এটি। এর সাথে পশ্চিমবঙ্গের কিংবা নির্বাচনের দূর-দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই।
