মমতার তৃতীয় মন্ত্রিসভায় কাদের আর মন্ত্রী হওয়া হল না, দেখে নিন সেই তালিকা
তৃতীয়বার ক্ষমতায় এল তৃণমূল সরকার। সোমবার শপথ নিতে চলেছেন ৪৩ জন মন্ত্রী। তার মধ্যে নতুন মুখও রয়েছেন অনেকে। তবে বাদ পড়ার সংখ্যাও নেহাত কম নয়! কেউ টিকিট পাননি। কেউ আবার ভোটে পরাজিত হয়েছেন। জিতেও মন্ত্রিসভায় ফেরানো হল না, এমন বিধায়কও রয়েছেন। ভোটে না দাঁড়িয়েও মন্ত্রিসভায় রয়েছেন বিগত সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র।
দ্বিতীয় তৃণমূল সরকারে মন্ত্রী ছিলেন তাপস রায়, নির্মল মাজি, মন্টুরাম পাখিরা, গিয়াসউদ্দিন মোল্লা, জাকির হোসেন, আশিস বন্দ্যোপাধ্যায়, তপন দাশগুপ্ত ও অসীমা পাত্র। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে মন্ত্রিসভায় তাপস ও নির্মলকে এনেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁরা এবারও জিতেছেন। তবে মন্ত্রিত্বের তালিকায় নাম নেই। নিমতিতা স্টেশনে বিস্ফোরণে আহত হন জাকির। জঙ্গিপুরে কোভিড আক্রান্ত হয়ে আরএসপি প্রার্থীর মৃত্যুর জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে ভোট। সে কারণেই সম্ভবত তাঁকে মন্ত্রিসভায় রাখা হয়নি।
বিগত মন্ত্রিসভার সদস্য পূর্ণেন্দু বসুকে এবার প্রার্থী হননি। আদিবাসী উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী রেজ্জাক মোল্লা ও রত্না কর ঘোষদের প্রার্থী করেনি তৃণমূল (TMC)। ভোটে হেরে গিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, বিনয়কৃষ্ণ বর্মন, শান্তিরাম মাহাতো ও শ্যামল সাঁতরা। ফলে, তাঁদের মন্ত্রিসভায় রাখা হয়নি। অনেকে ভেবেছিলেন, কামারহাটি থেকে জেতার পর মদন মিত্র হয়তো ফিরতে পারেন মন্ত্রিসভায়। তবে তাঁকে ফেরাননি তৃণমূল নেত্রী।