ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি, মুখ্য সচেতক নির্মল ঘোষ, ঘোষণা মমতার
পাশাপাশি, মমতা জানান বিধানসভার ডেপুটি স্পিকার হবেন আশীষ ব্যানার্জি, আর যদি স্পিকার অনুমতি দেন তাহলে করিম চৌধুরীকে অতিরিক্ত ডেপুটি স্পিকার করা হবে।
May 10, 2021
|
2 min read
Published by: Drishti Bhongi

আজ রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেওয়ার সাথে সাথেই নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্ত্রিসভার বৈঠকে বাংলার মানুষকে এই অভাবনীয় রায় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাশ করা হয়। পাশাপাশি, মমতা জানান বিধানসভার ডেপুটি স্পিকার হবেন আশীষ ব্যানার্জি, আর যদি স্পিকার অনুমতি দেন তাহলে করিম চৌধুরীকে অতিরিক্ত ডেপুটি স্পিকার করা হবে।
মমতা আরও জানান, নির্মল ঘোষ হবেন তৃণমূলের মুখ্য সচেতক, তাপস রায় হবেন উপ মুখ্য সচেতক, পার্থ ভৌমিক পাবেন প্রতিমন্ত্রীর পদ।
আর কী কী বললেন মমতা? দেখে নিন:
- এই জয় মা, মাটি, মানুষের জয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আমাদের প্রতি সমর্থন জানিয়েছেন। আমরা বিভেদ চাইনা ঐক্য চাই
- এই জনাদেশ শান্তি, সম্প্রীতি, উন্নয়নের পক্ষে। আমাদের উন্নয়নের প্রকল্প চলবে। আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সব আস্তে আস্তে পূরণ করব
- আমাদের অনেক দাম দিয়ে কোভিড ভ্যাকসিন কিনতে হবে। কেন্দ্র থেকে কোনও সাহায্য দেয়া হচ্ছে না। স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতেও অনেক খরচা। আমি কর্পোরেট হাউস, সাধারণ নাগরিককে অনুরোধ করব অনুদান দিয়ে সাহায্য করতে
- আমরা চেয়েছিলাম ৩ কোটি ভ্যাকসিন, পাঠানো হচ্ছে এক লক্ষ ডোজ। আমরা দাবি করেছি ওষুধ, ভ্যাকসিন এর উপর জিএসটি না বসাতে
- দেশ থেকে যদিও ৬৫% ভ্যাকসিন বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে কেন্দ্রের উচিত ভ্যাকসিন জোগাড় করা। কেন্দ্রকে আমি ভাবতে বলছি, কিভাবে এটা পাওয়া যাবে
- ভ্যাকসিন পাওয়া মাত্রই আমরা সম্পূর্ণ বিনামূল্যে সকলকে ভ্যাকসিন প্রদান করব
- সকল প্রথম সারির কোভিড যোদ্ধাদের আমরা কুর্নিশ জানাই
- আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করবো অযথা নেতিবাচক খবর করবেন না। দয়া করে উত্তেজনামূলক কোনো খবর করবেন না। কোথাও খামতি থাকলে আমাদের জানান, আমরা অবশ্যই ব্যবস্থা নেব
- যারা পরাজয় মেনে নিতে পারছেন না, তারা ভুয়ো ভিডিও ছড়িয়ে প্রচার করছে বাংলায় গণহত্যা হচ্ছে। বাংলায় শান্তি আছে
- একটা সরকার শপথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে একটা কেন্দ্রীয় দল পাঠিয়ে দিল। তারা শুধু সেই এলাকায় যাচ্ছে, যেখানে বিজেপি আক্রান্ত। তৃণমূল যেখানে আক্রান্ত, সেখানে গেছে? ত্রিপুরায় যখন হিংসা হয়েছিল, এক পয়সাও দিয়েছিল?
- বাংলার শান্তি আমরা রক্ষা করব
- যারা বাইরে থেকে আসবেন রাজ্যের তাদের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। আর সেটা যদি পজিটিভ আসে, তাহলে কোয়ারেন্টাইন করতেই হবে