দেশ বিভাগে ফিরে যান

জয়রাম রমেশের চমকপ্রদ পরামর্শ – ডাকা হোক সংসদের ‘ভার্চুয়াল’ অধিবেশন

April 19, 2020 | < 1 min read

প্রবীণ অর্থনীতিবিদ তথা রাজ্যসভা সাংসদ, কংগ্রেস নেতা জয়রাম রমেশ একটি চমকপ্রদ পরামর্শ দিয়েছেন। যদি সরকার তা মেনে নেয় তাহলে রচিত হতে পারে ইতিহাস। জয়রাম দাবি জানিয়েছেন যে আসন্ন সংসদ অধিবেশন যেন  ‘ভার্চুয়াল’ হয়। 

বিশ্বজুড়ে এখন করোনা সংকট। সকলেই ঘরবন্দি। নানা দেশে চলছে লকডাউন। ভারতে লকডাউনের মেয়াদ ৩রা মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী দিনে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

জয়রাম রমেশ

ভারতে নিশ্চিত করোনো-কেসের সংখ্যা ১৪,০০০ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৪৮০ এর কাছাকাছি। পার্লামেন্টের বাজেট অধিবেশন কাটছাঁট করতে হয়েছিল এবং বাদল অধিবেশন যে স্থগিত হবে না তা নিশ্চিত বলা যায় না। এমতাবস্থায় একমাত্র উপায় হল সংসদের ‘ভার্চুয়াল’ অধিবেশন। 

ঘটনাচক্রে, ভারতের সুপ্রিম কোর্টের পাশাপাশি সারা দেশের বেশ কয়েকটি উচ্চ আদালত লকডাউনের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলাগুলি শুনছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #Jairam Ramesh, #virtual Session

আরো দেখুন