রাজ্য বিভাগে ফিরে যান

ফেক নিউজ ছড়ানোর দায়ে বিজেপির শুভেন্দু-অগ্নিমিত্রা-বিজয়বর্গীদের বিরুদ্ধে এফআইআর

May 12, 2021 | < 1 min read

পুলিশ-প্রশাসনের তরফে বার বার সতর্ক করা হচ্ছে। ভুয়ো খবর ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। এমনকি ভুয়ো খবর সংক্রান্ত কোনও বিষয় জানা থাকলে তাদের জানানোর জন্য ইমেল এবং ফোন নম্বরও প্রকাশ করেছে কলকাতা পুলিশ। নেটিজেনদের একটা বড় অংশও ভুয়ো খবর নিয়ে সর্বদা সচেতনমূলক পোস্ট করছেন নেটমাধ্যমে। সেই আবহেই ফের একবার ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। কিন্তু এই পরিস্থিতিতেও নিজেদের কাজ করে যাচ্ছে গেরুয়া শিবির। এবার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোষ্ট করায় এফআইআর দায়ের হল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অভিযোগপত্রে নাম রয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীরও।

প্রসঙ্গত, ভোটের ফলের পরেই তৃণমূল রাজ্যে সন্ত্রাস ছড়াচ্ছে অভিযোগ করে একাধিক ঘটনার ছবি তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কৈলাস বিজয়বর্গীয়রা। পরবর্তীকালে জানা যায় ওইসব ভিডিও ফেক। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ বা কারা এই ভুয়ো ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলে পুলিশ তদন্তে খুঁজে পায়। রাজ্য ও কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় সেই ফেক ছবি তুলে ধরে। ফেক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ২১ জন। ধৃতদের বেশিরভাগই বিজেপি সমর্থক। রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে ৫০টি অত্যন্ত সংবেদনশীল পোষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ধরণের পোষ্ট চিহ্নিত করে এখনও পর্যন্ত ৩৪টি মামলা দায়ের করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Agnimitra Paul, #suvendu adhikari, #FIR, #Kailash Vijayvargiya

আরো দেখুন