নানুরে খুন তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির দিকে

বিধানসভা ভোটের সঙ্গে সঙ্গেই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল গেরুয়া শিবিরের সন্ত্রাসও।

May 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা ভোটের সঙ্গে সঙ্গেই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল গেরুয়া শিবিরের সন্ত্রাসও। গত ২ মে ভোটের ফল প্রকাশের পরেও অব্যাহত তাদের হিংসার রাজনীতি। রাজ্যের দিকে দিকে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা। এবার যেমন বাংলায় ফের হিংসার বলি এক তৃণমূল কর্মী। ঘটনাকে ঘিরে উত্তেজনা বীরভূমের নানুরে। মৃত তৃণমূল কর্মীর নাম শ্যামল দাস। মৃতের পরিবারের তরফে ইতিমধ্যেই নানুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, ভোটের ফল ঘোষণার পর নানুরে রানিবাঁধ গ্রামে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তাঁদের মধ্যে এক জন ছিলেন শ্যামল দাস। অভ্যন্তরিণ রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বীরভূমে স্থানীয় হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন