রাজ্যপাল সাংবিধানিক বিধি, ঐতিহ্য ভেঙে দিচ্ছেন: সৌগত রায়
মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ফের রাজভবন-নবান্নের সংঘাত শুরু হয়ে গিয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ রাজ্যপাল শীতলকুচি-সহ হিংসা কবলিত এলাকাগুলিতে যাওয়ার সিদ্ধান্ত নিতেই সেই সংঘাতের আগুনে ঘৃতাহুতি পড়েছে। শুরু হয়েছে পত্রবোমা আদানপ্রদান। গতকালই প্রথাভেঙে শীতলকুচি সফর নিয়ে জগদীপ ধনখড়কে কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। পালটা মমতাকে জবাব দিয়েছেন ধনখড়ও। দাবি জানিয়েছেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে বিএসএফের সাহায্য নিয়ে হলেও শীতলকুচি সফরে তিনি যাবেনই। মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আজই কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিককে নিয়ে হেলিকপ্টারে শীতলকুচি পৌঁছন তিনি।
এবার রাজ্যপালের এহেন আচরণে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। সাংসদ বলেন, ‘এই রাজ্যপাল সব সাংবিধানিক বিধি ও ঐতিহ্য ভেঙে দিচ্ছেন। যা বলছেন তা ক্ষমার অযোগ্য। উনি বলছেন উনি মুখ্যমন্ত্রীর কথামতন চলবেন না। উনি রাজ্যের মতামত না নিয়ে বিজেপির সাংসদ নিয়ে কোচবিহার সফরে গেলেন।’
তিনি আরও বলেন, ‘একের পর এক যে কাজ উনি করছেন তা অন্যায় ও সংবিধান বিরোধী। এর আগেও আমরা রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের এই অসাংবিধানিক কাজের জন্য অভিযোগ জানিয়েছি, এবারও আমাদের নেত্রী বললে আমরা আবারও রাষ্ট্রপতির কাছে অভিযোগ জনাবো।’