রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে শুরু হয়ে গেল লকডাউন, দেখুন কী কী খোলা, বন্ধ

May 16, 2021 | < 1 min read

রাজ্যে করোনা (Covid-19) মোকাবিলায় আরও কড়া রাজ্য সরকার। ১৬ মে থেকে ৩০ মে, অর্থাৎ ১৫ দিনের জন্য রাজ্যে কার্যত লকডাউন (Lockdown) রাজ্যে।

শনিবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তর ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি অফিস বন্ধ রাখা হচ্ছে। লোকাল ট্রেনের সঙ্গে এ বার বাস, মেট্রো এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলাচল করবে না। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না বলেও নবান্ন সূত্রে খবর।

১৬ থেকে ৩০ মে রাজ্যে কী খোলা কী বন্ধ, দেখে নিন এক নজরে

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid-19, #Lock dwon, #West Bengal

আরো দেখুন