দীর্ঘ ছয় ঘন্টা পর নিজাম প্যালেস ছাড়লেন মমতা

অবশেষে, দীর্ঘ ছয় ঘন্টা পর নিজাম প্যালেস ছেড়ে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ব্যাঙ্কশাল আদালতে নেতাদের জামিন নিয়ে সওয়াল জবাব শেষ হয়েছে। কিছুক্ষণ পরেই আদালতের রায় জানা যাবে।

May 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নারদ স্টিং অপারেশন মামলায় সোমবার সকাল থেকে একাধিক ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে কলকাতায়। আজই এই মামলার প্রথম চার্জশিট পেশ। তার আগে সাতসকালেই চেতলার বাড়িতে গিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে সিবিআই দপ্তর অর্থাৎ নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। আনা হয় মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়কেও।

এরপরই নিজাম প্যালেসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সিবিআইকে বলেন, বেয়াইনিভাবে কোনও নোটিশ ছাড়া এই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তাকেও যেন গ্রেপ্তার করা হয়। নয়তো তিনি দপ্তর ছেড়ে বেরোবেন না।

সোমবার সকালে ফিরহাদকে চেতলার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর মমতা যান ফিরহাদের বাড়িতে। সেখান থেকে তার পর সোজা চলে আসেন নিজাম প্যালেসে। সেখানে সাংবাদিকরা মমতাকে জিজ্ঞেস করেন তাঁর আসার কারণের বিষয়ে। তিনি বলেন, ‘‘ওদের সঙ্গে দেখা করতে এসেছি।’’

অবশেষে, দীর্ঘ ছয় ঘন্টা পর নিজাম প্যালেস ছেড়ে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ব্যাঙ্কশাল আদালতে নেতাদের জামিন নিয়ে সওয়াল জবাব শেষ হয়েছে। কিছুক্ষণ পরেই আদালতের রায় জানা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen