রাজ্য বিভাগে ফিরে যান

ব্যাঙ্ককর্মীদের উঠতে দিতে হবে মেট্রো সহ সব ট্রেনে, দাবি ইউনিয়নের

May 18, 2021 | 2 min read

করোনা সংক্রমণ রুখতে রাজ্যে কড়া নিয়ম জারি করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার কথা সকাল ১০ টা থেকে দুপুর দু’টো পর্যন্ত। কিন্তু পরিষেবা পাওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ল সোমবার সকাল থেকেই। এদিন প্রায় প্রতিটি ব্যাঙ্কের শাখাতেই দীর্ঘ লাইন ছিল গ্রাহকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পরিষেবা পেয়েছেন অনেকেই। অন্যদিকে ব্যাঙ্কে পৌঁছনোর সুষ্ঠু ব্যবস্থা না থাকায় ক্ষোভ বেড়েছে কর্মী ও অফিসারদের মধ্যেও। ট্রেন বা বাসের মতো গণ পরিবহণ বন্ধ থাকায় তাঁদের  অনেকেই এদিন ব্যাঙ্কে এসে পৌঁছতে পারেননি। কর্মক্ষেত্রে পৌঁছনোর বাধ্যবাধকতা থাকায় রেল কর্মীদের জন্য বরাদ্দ ট্রেনেও ওঠার চেষ্টা করেছেন অনেকেই। আর তাতে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে সপ্তাহের প্রথম কাজের দিনে। উল্টোডাঙায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক কর্মীকে এদিন গ্রেপ্তারও করেছে রেল পুলিস। এই পরিস্থিতিতে পরিবহণ সংক্রান্ত সমস্যাগুলির সুরাহা চেয়ে ফের রেল এবং রাজ্য প্রশাসনের কাছে দরবার করেছেন ব্যাঙ্কের কর্মী ও অফিসাররা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ব্যাঙ্কে শুধুমাত্র তিনটি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। সেগুলি হল টাকা তোলা, জমা করা ও পাঠানো। পাশাপাশি ৫০ শতাংশ কর্মী নিয়ে পরিষেবা দেওয়ার নির্দেশিকাও আসে। কিন্তু সেই হিসেব মতো কর্মীও এদিন আসতে পারেননি বহু ব্যাঙ্কের শাখায়। আর তাতেই পরিষেবা দেওয়া যায়নি সুষ্ঠুভাবে, মেনে নিয়েছেন কর্মীরাই। করোনা সংক্রমণ এড়াতে বহু ব্যাঙ্ক শাখায় এদিন এক সঙ্গে একই সময়ে হাতে গোনা কয়েকজনকে ব্যাঙ্কে প্রবেশ করতে দেওয়া হয়েছে। ফলে ব্যাঙ্কের বাইরে দীর্ঘ লাইন পড়েছে। কাঠফাটা রোদে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।


সমস্যা হচ্ছে, তা মেনে নিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের এরাজ্যের আহ্বায়ক গৌতম নিয়োগী বলেন, যাঁদের কাজে আসার কথা, তাঁদের একাংশ যদি ব্যাঙ্কে পৌঁছতেই না পারেন, তাহলে পরিষেবা ঠিকভাবে দেওয়া সম্ভব নয়। আমরা বিষয়টির সুরাহা চেয়ে মুখ্যসচিব এবং রেল কর্তৃপক্ষকে চিঠি লিখেছি। আমরা জানতে পেরেছি, স্টেট ব্যাঙ্কের আঞ্চলিক অফিসে মেট্রো রেল একটি চিঠি পাঠিয়েছে। তাতে সঠিক পরিচয়ত্র দেখিয়ে ব্যাঙ্ক কর্মীদের মেট্রোয় ওঠার ছাড়পত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। কিন্তু আমাদের কাছে কোনও লিখিত তথ্য এসে পৌঁছয়নি। কিন্তু আমাদের প্রশ্ন, শুধু মেট্রোয় কতজন কর্মী যাতায়াত করবেন? গোটা বাংলায় ব্যাঙ্ক পরিষেবা সুষ্ঠুভাবে বজায় রাখতে গেলে সব জায়গায় স্পেশাল ট্রেনে কর্মীদের উঠতে দেওয়ার অনুমতিটা জরুরি।

TwitterFacebookWhatsAppEmailShare

#BANK

আরো দেখুন