বাংলার জেলাভিত্তিক কোভিড হেল্পলাইন নম্বর ট্যুইট করে ডেরেকের শ্লেষ মোদি-শাহকে

সোমবার দিনভর সিবিআই কর্তা ও তৃণমূল নেতামন্ত্রীদের মধ্যে চলে টানাপোড়েন৷

May 18, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

জেলায় জেলায় করোনা রোগীদের (COVID19 Helpline number Bengal) সাহায্যের জন্য এবার খোলা হল হেল্পলাইন নম্বর৷ এই নম্বরে ফোন করে করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন রোগী ও তাঁর আত্মীয়রা৷ সেই নম্বরগুলি ট্যুইট করলেন ডেরেক ও ’ব্রায়েন (Derek O’Brien)৷ এবং এই নম্বরগুলি ছড়িয়ে দিতে তিনি সকলের কাছে আর্জিও রাখলেন৷ তবে সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কেও খোঁচা দিতে ছাড়লেন না৷ তিনি লিখলেন, “আমি নিশ্চিত যে, এঁরা আমাদের রাজ্যকে সত্যিই কতটা ভালবাসেন তা দেখানোর জন্য এই জনস্বার্থ প্রচারিত বার্তাটি উদারভাবে রিট্যুইট করবেন৷ অগ্রিম ধন্যবাদ৷”

সোমবার দিনভর সিবিআই কর্তা ও তৃণমূল নেতামন্ত্রীদের মধ্যে চলে টানাপোড়েন৷ সারাদিন ব্যাপি নারদ মামলায় জিজ্ঞাসাবাদ, গ্রেফতার, জামিনের পর সেই জামিন স্থগিত হয়৷ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় যে বিজেপির প্রতিশোধমূলক আচরণে ঘটেছে এই ঘটনা৷ কোভিড পরিস্থিতিতে যেখানে কার্যত লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সেখানে এভাবে তৃণমূলের বড় মাপের নেতা মন্ত্রীদের হেনস্থা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করছে বিজেপি৷ অভিযোগ তৃণমূলের৷ কারণ তৃণমূল নেতাদের সিবিআই নিজাম প্যালেসে নিয়ে গেলে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন অসংখ্যা কর্মী সমর্থকরা৷ করোনা কালে যখন কোনও জমায়েতে নিষেধ করা হচ্ছে, তখন ভিড়ে ঠাসা থাকে নিজাম প্যালেস চত্বর৷ নির্বাচনে বাংলার মানুষ বিজেপির থেকে মুখ ফিরিয়েছে, তাই বাংলার মানুষকেই অপদস্ত করতে এই পদক্ষেপ কেন্দ্রের বিজেপির, এই অভিযোগে সরব হন তৃণমূল কর্মীরা৷

করোনা পরিস্থিতিতে দলমত নির্বিশেষে একযোগ যখন কাজ করা উচিৎ, সেই সময় একে অপরের প্রতি বিষোদগারের পথে হাঁটছে বিজেপি৷ এই অভিযোগ করেছে রাজ্যের বাম ও কংগ্রেস নেতৃত্বও৷ সেখানে দাঁড়িয়ে ডেরেকের এই ট্যুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ এক ঢিলে তিনি দুই পাখি মারার চেষ্টা করছেন বলেই মত বিশেষজ্ঞদের৷ এদিকে সাধারাণ মানুষকে সাহায্য করা, অন্যদিকে বিজেপি নেতৃত্বকেও রাজ্যের করোনা মকোবিলার কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি৷

অন্যদিকে রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷ রাজ্যে দৈনিক সংক্রণ কমলেও কমেনি মৃত্যু৷ সোমবারও রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু (Coronavirus death) হয়েছে ১৪৭ জনের। তবে আশা জাগাছে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমায়। রাজ্যে এদিন ২৪৫টি অ্যাক্টিভ কেস কমেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen