মানবিক হাওড়া সিটি পুলিশ দাঁড়াল পরিযায়ী শ্রমিকদের পাশে

পুলিশের এই ভূমিকায় খুশি পরিযায়ী শ্রমিকরা।

May 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi


পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার হাওড়ার ট্রাফিক পুলিশের তরফে প্রায় এক হাজার শ্রমিককে খাওয়ানোর পর পৌঁছে দেওয়া হল বাড়িতে।

বছর ঘুরতে না ঘুরতেই ফের লকডাউন। ফের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার পালা। মঙ্গলবার দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে পৌঁছন ভিনরাজ্য থেকে আসা বহু পরিযায়ী শ্রমিক। তাঁদের হাতে খাবারের প্যাকেট তুলে দেয় হাওড়া সিটি পুলিশের অন্তর্গত কোনা এক্সপ্রেসওয়ের ট্রাফিক পুলিশ। এর পর তাঁদের বাস এবং গাড়ির মাধ্যমে বাড়ি ফিরিয়ে দেবার ব্যবস্থা করা হয়।

পুলিশের এই ভূমিকায় খুশি পরিযায়ী শ্রমিকরা। ওই দলেই ছিলেন ডোমজুড়ের বাসিন্দা সূর্য দাস। তিনি বললেন, ‘‘পুলিশ সম্বন্ধে খারাপ ধারণা থাকে অনেকেরই থাকে। কিন্তু পুলিশ যে এত মানবিক হয় তা জানা ছিল না। এত উদ্বেগের মধ্যেও এই ব্যবহার পেয়ে আমাদের ভাল লাগছে।’’ কোনা এক্সপ্রেসওয়ের ওসি ট্রাফিক প্রবীর মোহন্ত বলেন, ‘‘গত কয়েক দিন ধরে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের দেখে খুব খারাপ লাগছিল। তাঁদের জন্য কিছু করার ইচ্ছে ছিল।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen