ইংল্যান্ডে কোহলিদের ১০ দিনের নিভৃতবাসের নিয়ম মানবে না বিসিসিআই
আগামী ২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার লক্ষ্যে ইংল্যান্ড রওনা দেবে টিম ইন্ডিয়া। আপাতত তাঁরা মুম্বইয়ে নিভৃতবাসে রয়েছেন। তবে ইংল্যান্ডে গিয়েও ফের তাঁদের সবাইকে নিভৃতবাসে থাকতে হবে। আর এটাই মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এই বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলছে বিসিসিআই।
১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত এবং নিউজিল্যান্ড। ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছেন কেন উইলিয়ামসনরা। তাঁরা সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন। ইংল্যান্ড পৌঁছে ভারতীয় দলের ১০ দিনের জন্য নিভৃতবাসে থাকার কথা। ভারতীয় বোর্ড চাইছে নিভৃতবাসে থাকার সময়ে অনুশীলনের অনুমতি। কিছুটা শিথিল করা হোক নিভৃতবাসের নিয়ম, এমনটাই দাবি বিসিসিআই-এর।
বোর্ডের এক কর্তা বলেন, “কিছুদিনের জন্য কঠোর নিভৃতবাস থাকবে। তারপর দলীয় ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়া সফরে যেমন প্রথম ৩ দিন কঠোর নিভৃতবাস ছিল, তারপর অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অনুশীলনের পর হোটেলের বাইরে যেতে পারবে না কেউ।” বিসিসিআই-এর লক্ষ্য প্রথম ম্যাচ খেলার আগে যেন ১০ দিনের জন্য অনুশীলন করতে পারেন ক্রিকেটাররা।